বীরেন্দ্র সূত্রধর
বাংলা ভাষা আন্দোলনের শহীদ
বীরেন্দ্র সূত্রধর হলেন একজন ভাষা আন্দোলনকারী ও ভাষা শহীদ। তিনি ১৯৬১ সালের ১৯ মে আসামের বরাক উপত্যকায় বাংলা ভাষা আন্দোলনে যোগ দেন বাংলা ভাষাকে আসামের সরকারী ভাষার মর্যাদার অধিকারে।[১][২] এই আন্দোলন চলাকালীন ১৯ মে প্যারামিলিটারির বন্দুকের থেকে ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর পর ২৪ ঘণ্টার মধ্যে ১৯৬১ সালের ২০ মে মৃত্যুবরণ করে।
বীরেন্দ্র সূত্রধর | |
---|---|
জন্ম | সেপ্টেম্বর ১৯৩৭ |
মৃত্যু | ২০ মে ১৯৬১ (২৪ বছর) |
মৃত্যুর কারণ | পুলিশের গুলিচালনা |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | কাঠমিস্ত্রী |
পরিচিতির কারণ | বরাক উপত্যকার বাংলাভাষা আন্দোলনে অংশ গ্রহনকারী ও ভাষা শহীদ |
পিতা-মাতা | নীলমণি সূত্রধর |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chowdhury, Ranajit (১৯ মে ২০১৩)। "বিস্মৃত বলিদান"। এই সময়। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Report of Non-Official Enquiry Commission on Cachar" (পিডিএফ)। শিলচর: এ. কে. দাস মেমোরিয়াল ট্রাস্ট। পৃষ্ঠা ২০। ২৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- "REPORT of Non Official Enquiry Commission of CACHAR" [কাছাড়ের অফিসিয়াল তদন্ত কমিশনের প্রতিবেদন] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। শিলচর-৫, আসাম: এ. কে. দাশ মেমোরিয়াল ট্রাস্ট। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৭।
- বিশ্বাস, সুকুমার। আসামে ভাষা আন্দোলন ও বাঙালি-প্রসঙ্গ ১৯৪৭-১৯৬১। আগরতলা, ত্রিপুরা: পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড। আইএসবিএন 93-8670-825-6।
[[