বীরভূম লোকসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গের একটি লোকসভা কেন্দ্র
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(অক্টোবর ২০১৮) |
বীরভূম লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের সেই বর্ধমান বিভাগের একটি জেলা হল বীরভূম। বীরভূম জেলায় দুটি লোকসভা কেন্দ্র অবস্থিত। কেন্দ্র দুটি হল বীরভূম ও বোলপুর। বীরভূম লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলো হল - দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাঁসন, নলহাটি এবং মুরারই ।
২০১৪ ও ২০১৯ সালে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সংসদ হলেন প্রাক্তন অভিনেত্রী শতাব্দী রায়।[১][২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Birbhum Lok Sabha Election Result - Parliamentary Constituency"। resultuniversity.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১২।
- ↑ "Birbhum Constituency Lok Sabha Election Result: Candidates Profiles, Map, Total Votes, Past Results | Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১২।