বিসর্জন (নাটক)
রবীন্দ্র নাট্য
বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যনাট্য।[১] নাটকটি শুধু জীবপ্রেম ও মানবপ্রেমের শ্রেষ্ঠ নিদর্শনই নয় বরং ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামির ফলে মানবপ্রেমের যে সংকটময় মুহূর্ত রবীন্দ্রনাথ সেটি এখানে কুযুক্তির সঙ্গে যুক্তিবাদিতার চিরন্তন দ্বন্দ্বের মাধ্যমে রূপায়িত করেছেন।[২]
লেখক | রবীন্দ্রনাথ ঠাকুর |
---|---|
দেশ | ব্রিটিশ-ভারত |
ভাষা | বাংলা |
ধরন | কাব্যনাট্য |
প্রকাশিত | ১৮৯০ |
কাহিনী-সংক্ষেপ
সম্পাদনাবিসর্জন নাটকের আখ্যান ত্রিপুরার রাজ পরিবারকে কেন্দ্র করে। সন্তানহীন রাজমহিষীর সন্তান আকাঙ্খা, দেবীর নিকট সন্তান প্রার্থনা এবং পুরোহিত রঘুপতির ষড়যন্ত্র উদ্ভাবন এবং তাতে রাজার কনিষ্ঠ ভ্রাতার যোগদান এসবই কাহিনীর দৃশ্যপট। শেষে অন্ধ ধর্মবিশ্বাস ও কুসংস্কারের রক্তপিপাসার প্রতি জয়সিংহের আত্মোৎসর্গের মাধ্যমে নাটকের সমাপ্তি।
নাটকটির কাহিনীর উপাদান রাজর্ষি উপন্যাসেরই। ভিখারিণী অপর্ণা নাটকের নতুন আবিষ্কার।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মাহবুবুল আলম (জানুয়ারি ২০১৮)। বাংলা সাহিত্যের ইতিহাস (১৮শ সংস্করণ)। খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি। পৃষ্ঠা ৬৪৬। আইএসবিএন 9844080509।
- ↑ "ধর্মীয় উগ্রবাদ ও নাট্যকার রবীন্দ্রনাথ"। ৫ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিউক্তিতে বিসর্জন (নাটক) সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
বাংলা ভাষার উইকিসংকলনে এই নিবন্ধ বা অনুচ্ছেদ সম্পর্কিত মৌলিক রচনা রয়েছে: বিসর্জন