বিষুবীয় গিনিতে ইসলাম
মার্কিন পররাষ্ট্র দফতর আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন ২০০৬ অনুসারে, নিরক্ষীয় গিনির জনসংখ্যার ১ শতাংশেরও কম অংশ ইসলাম ধর্মের অনুসারী।[১] অ্যাড্রেইন্টস.কম, অনুমান করে যে মুসলমানরা জনসংখ্যার ১% থেকে ২৫% পর্যন্ত হতে পারে।[২] দেশের অনেক ভারতীয়ও মুসলমান। দেশে একটি আহমদিয়া মসজিদ রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ State.gov
- ↑ "Adherents.com"। ৭ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০।