বিশ্ব মেধাসম্পদ দিবস
বিশ্ব দিবস
(বিশ্ব মেধা সম্পদ দিবস থেকে পুনর্নির্দেশিত)
বিশ্ব মেধাসম্পদ দিবস প্রতিবছর ২৬ এপ্রিল তারিখে পালন করা হয়।[১] জাতিসংঘের বিশেষ সংস্থা বিশ্ব মেধাসম্পদ সংস্থা ২০০০ সালে প্রথমবারের জন্য এই দিবসটি পালন করেছিল। দৈনন্দিন জীবনের উপরে মেধাসম্পদের কৃতিস্বত্ব (পেটেন্ট), কপিরাইট, বাণিজ্যিক মার্কা (ট্রেডমার্ক) এবং ঔদ্যোগিক ডিজাইনের প্রভাবের বিষয়ে সজাগ করা এই দিবসের মূল উদ্দেশ্য। এর সঙ্গে সৃষ্টিশীল প্রতিভার উদ্যাপন করা এবং সৃষ্টিকর্তা এবং উদ্ভাবক সকল সমাজের উন্নয়নে অগ্রণী অবদানের বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা এর অন্যতম উদ্দেশ্য।[১] ১৯৭০ সালের ২৬ এপ্রিল তারিখে বিশ্ব মেধাসম্পদ সংস্থা প্রতিষ্ঠার জন্য অভিবর্তন কার্যকরী হয়েছিল। সেই ২৬শে এপ্রিল তারিখে এই দিবস উদ্যাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।
বিশ্ব মেধাসম্পদ দিবস | |
---|---|
পালনকারী | জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ |
তারিখ | ২৬ এপ্রিল |
সংঘটন | বার্ষিক |
সম্পর্কিত | উদ্ভাবক দিবস, বিশ্ব গ্রন্থ এবং কপিরাইট দিবস |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ WIPO web site, World Intellectual Property Day – 26 April. Consulted on 20 April 2011.
বহিঃসংযোগ
সম্পাদনা- বিশ্ব বৌদ্ধিক সম্পত্তি দিবস
- "World IP Day Archives"। WIPO। ৮ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭।
- "The EPO and the World Intellectual Property Day – 26 April 2005"। EPO। ৮ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭।