বিশ্ব বাণিজ্য কেন্দ্র, মুম্বই
(বিশ্ব বাণিজ্য কেন্দ্র, মুম্বাই থেকে পুনর্নির্দেশিত)
মুম্বই বিশ্ব বাণিজ্য কেন্দ্র মহারাষ্ট্রের রাজধানী তথা ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইতে অবস্থিত বিশ্বমানের বাণিজ্যিক কেন্দ্র। এর নির্মাণকার্য ১৯৭০ সালে সমাপ্ত হয়। এই বিল্ডিংটি দুটি টাওয়ার নিয়ে গঠিত যথা M Visvesaraya Industrial Research and Development Centre (MVIRDC)[৩] এবং আইডিবিআই (IDBI) টাওয়ার।[৪] এই বিল্ডিংটির উচ্চতা ১৫৬ মি. যা ২০১০ সালের আগে দ্যা ইম্পেরিয়াল টাওয়ার্সের (২৫২ মি.) নির্মাণকার্য শেষ না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ার উচ্চতম বিল্ডিং ছিল।[৫]
মুম্বই বিশ্ব বাণিজ্য কেন্দ্র MVIRDC | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
ধরন | বাণিজ্যিক |
অবস্থান | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
সম্পূর্ণ | ১৯৭০ |
Height | |
ছাদ পর্যন্ত | ১৫০ মি (৪৯০ ফু)[১] |
কারিগরী বিবরণ | |
তলার সংখ্যা | ৩০ [২] |
১৯৯৮ সালে বৃহত্তর মুম্বই বিদ্যুৎ বণ্টন ও পরিবহন (BEST), সান্তাক্রুজ বিমানবন্দর থেকে বিশ্ব বাণিজ্য কেন্দ্র পর্যন্ত বাতানুকূলিত বাস পরিষেবা প্রদান শুরু করে।[৬]
অবস্থান
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Emporis GmbH। "MRVDC, Mumbai, India"। SkyScraperPage.com। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৬।
- ↑ "MVRDC | Buildings"। মুম্বই /: Emporis.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১২।
- ↑ "About us - MVIRDC"। ফেব্রুয়ারি ১৭, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১২, ২০১৬।
- ↑ "IDBI Towers | Buildings"। মুম্বই /: Emporis। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১২।
- ↑ "A quiet billionaire"। ইন্ডিয়া টুডে। ১৩ মে ২০১৬। সংগ্রহের তারিখ মার্চ ১৯, ২০১৫।
- ↑ Mishra, Anshika (২৫ ফেব্রুয়ারি ২০০৩)। "AC bus users to be given parking facility"। দ্য টাইমস অব ইন্ডিয়া। মুম্বই। সংগ্রহের তারিখ মে ১২, ২০১৬।