বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য
বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (Memory of the World) হলো ইউনেস্কোর একটি কর্মসূচি যা বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের লক্ষ্যে কাজ করে। এই কর্মসূচির অধীনে বিশ্বের বিভিন্ন দেশের প্রামাণ্য দলিল ও ঐতিহাসিক নিদর্শনকে "মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার" (Memory of the World International Register) নামক একটি আন্তর্জাতিক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই তালিকায় অন্তর্ভুক্ত দলিল ও নিদর্শনগুলোকে বিশ্বের ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং সেগুলোকে সংরক্ষণ ও সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। ১৯৯২ সালে শুরু হওয়া এই কর্মসূচির অধীনে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৪২৭টি নথি ও প্রামাণ্য দলিলকে "মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার" (এমওডব্লিউ) নামক একটি আন্তর্জাতিক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকাটি প্রতি দুই বছর অন্তর সংশোধিত হয়।[১][২][৩]
বর্ণনা
সম্পাদনাবিশ্ব ঐতিহ্য তালিকা হলো বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ দলিল, পাণ্ডুলিপি, মৌখিক ঐতিহ্য, শ্রবণ-দর্শন উপকরণ, গ্রন্থাগার এবং আর্কিভ সংগ্রহের একটি সংকলন। এই তালিকায় অন্তর্ভুক্তির ফলে এই ঐতিহাসিক নথিপত্রগুলির সংরক্ষণ উন্নত হয়, কারণ প্রোগ্রামটি বিশেষজ্ঞদের নেটওয়ার্কের মাধ্যমে তথ্য বিনিময় এবং সংরক্ষণ, ডিজিটাইজেশন এবং এই উপকরণগুলির প্রচারের জন্য অর্থায়ন সংগ্রহ করে। প্রোগ্রামটি প্রযুক্তি ব্যবহার করে তালিকায় অন্তর্ভুক্ত আইটেমগুলির আরও ব্যাপক প্রবেশযোগ্যতা এবং প্রচার নিশ্চিত করে।[১]
যে কোনো সংগঠন বা ব্যক্তি ইউনেস্কো সদস্য রাষ্ট্রের মাধ্যমে তাদের জাতীয় ইউনেস্কো কমিশন বা, জাতীয় কমিশন না থাকলে, ইউনেস্কোর সাথে সম্পর্কের দায়িত্বে থাকা প্রাসঙ্গিক সরকারি সংস্থার মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্তির জন্য একটি ঐতিহাসিক নথিপত্র মনোনয়ন করতে পারে। যদি থাকে, তাহলে প্রাসঙ্গিক জাতীয় বিশ্ব ঐতিহ্য কমিটির সাথে যোগাযোগ করা হয়। প্রতিটি মনোনয়ন চক্রে প্রতিটি ইউনেস্কো সদস্য রাষ্ট্রের দুটি প্রস্তাব বিবেচনা করা হয়, দুই বা ততোধিক ইউনেস্কো সদস্য রাষ্ট্রের যৌথ মনোনয়ন প্রস্তাবের সংখ্যা সীমাহীন। তার সভায়, আন্তর্জাতিক উপদেষ্টা কাউন্সিল (IAC) আইটেমটির বর্ণনা, উৎপত্তি, বিশ্ব গুরুত্ব এবং বর্তমান সংরক্ষণ অবস্থার সম্পূর্ণ নথিপত্র পরীক্ষা করে। IAC ইউনেস্কোর নির্বাহী বোর্ডের কাছে অন্তর্ভুক্তির জন্য প্রস্তাবিত আইটেমগুলির সুপারিশ করে।[৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "UNESCO Memory of the World Programme: The Asia-Pacific Strategy"। UNESCO Memory of the World Programme। ২০০৫-০২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-০১।
- ↑ "Official website"। UNESCO। ১৬ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১০।
- ↑ "Twenty-three new inscriptions on Memory of the World Register of Documentary Collections"। UNESCO Press। ২০০৩-০৯-০১। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-০৬।
- ↑ "General Guidelines of the Memory of the World (MoW) Programme" (পিডিএফ)। UNESCO। সংগ্রহের তারিখ মে ২৬, ২০২২।
বহিঃ সংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |