বিশ্ব ডাক ইউনিয়ন
বিশ্ব ডাক ইউনিয়ন (ইংরেজি: Universal Postal Union; সংক্ষেপে: ইউপিইউ) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী ডাক ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে। সংস্থাটি ১৮৭৪ সালে গঠিত হয়। সংস্থাটির সদরদপ্তর সুইজারল্যান্ডের বার্ন শহরে অবস্থিত। সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ১৯২টি।[১] বর্তমান মহাসচিব মাসিকো মেটোকি।[২]
বিশ্ব ডাক ইউনিয়ন | |
---|---|
সংস্থার ধরন | জাতিসংঘের বিশেষায়িত সংস্থা |
সংক্ষিপ্ত নাম | ইউপিইউ |
প্রধান | মাসিকো মেটোকি (বর্তমান) |
মর্যাদা | সক্রিয় |
প্রতিষ্ঠাকাল | ১৮৭৪ |
প্রধান কার্যালয় | বার্ন, সুইজারল্যান্ড |
ওয়েবসাইট | upu |
ইতিহাস
সম্পাদনা১৮৭৪ সালের ৯ অক্টোবর বার্ন চুক্তির মাধ্যমে গঠিত সাধারণ পোস্টাল ইউনিয়ন ১৮৭৮ সালে বিশ্ব ডাক ইউনিয়ন নামধারণ করে।[৩] বাংলাদেশ ১৯৭৩ সালের ৭ ফেব্রুয়ারি বিশ্ব ডাক ইউনিয়নের এর সদস্যপদ লাভ করে।[৪]
সদস্যপদ
সম্পাদনাজাতিসংঘের সকল সদস্য ইউপিইউ এর সদস্য হতে পারে। জাতিসংঘের সদস্যের বাহিরের যেকোন রাষ্ট্রও ইউপিইউ এর সদস্য হতে পারে, যদি তাদের আবেদনে ইউপিইউ এর দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্র সম্মতি দেয়। ইউপিইউ এর বর্তমান সদস্য রাষ্ট্র ১৯২টি (১৯০টি রাষ্ট্র এবং ২টি যুগ্ম টেরিটোরিয়াল গ্রুপ)
অ্যান্ডোরা, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া ও পালাউ ব্যতীত জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এবং ভ্যাটিকান সিটি ইউপিইউ এর অন্তর্ভুক্ত। এই চারটি দেশ ইউপিইউ এর অন্য সদস্য রাষ্ট্রের মাধ্যমে তাদের ডাক কার্য পরিচালনা করে।[৫]
বিশ্ব ডাক দিবস
সম্পাদনাবিশ্ব ডাক ইউনিয়নের প্রতিষ্ঠার তারিখ ৯ অক্টোবর প্রতিবছর বিশ্ব ডাক দিবস হিসেবে পালিত হয়। ১৯৬৯ সালে টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব ডাক কংগ্রেসে সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস দিবস হিসেবে ঘোষণা করে। [৬]
আরোও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "About UPU"। www.upu.int। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৩।
- ↑ "Director General"। www.upu.int। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৩।
- ↑ "History of UPU"। www.upu.int। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
- ↑ "Bangladesh Membership"। www.upu.int। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
- ↑ Gough, JP (৬ অক্টোবর ২০০৫)। "The Evolution of the Postal Service in the Era of the UPU"। Web Mavin। ১৮ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১০।
- ↑ "World Post Day"। www.upu.int। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।