বিশ্বরঙ
বিশ্বরঙ বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বস্ত্র প্রস্তুতকারী একটি অন্যতম প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় বাংলাদেশের ঢাকায় অবস্থিত।[১]
ধরন | ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান |
---|---|
শিল্প | দোকান এবং প্রস্তুতকারক |
প্রতিষ্ঠাকাল | ২০ ডিসেম্বর ১৯৯৪ |
প্রতিষ্ঠাতা | বিপ্লব সাহা |
সদরদপ্তর | , |
বাণিজ্য অঞ্চল | এশিয়া |
পণ্যসমূহ | বস্ত্র এবং আনুষঙ্গিক |
মালিক | বিপ্লব সাহা |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনানারায়ণগঞ্জের চাষাঢ়ার সান্ত্বনা মার্কেটে ১০০ বর্গফুটের একটা জায়গা নিয়ে বিশ্বরঙ’র যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে।[১] তখন এ প্রতিষ্ঠানের নাম রাখা হয় ‘রঙ’। যার প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক মরণচাঁদ পালের তৈরি সিরামিকের সামগ্রী বিক্রি করা হতো এই রঙে। রঙে শাড়ির কালেকশন আসে ১৯৯৫ সালে। জাতীয় জাদুঘরে রংধনু শিরোনামে আয়োজন করা হয় এক প্রদর্শনীর (২০১০)। পণ্যের দিক থেকে রঙের সত্যিকারের সাফল্য আসে তাদের পাঞ্জাবিতে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শীতকাল নিয়ে প্রথম কাজ শুরু করে রঙ (১৯৯৪)। রঙ এর নতুন নাম বিশ্বরঙ’-এ যাত্রা এবং নতুন লোগো উন্মোচন করা হয় (২০১৫-১৬)। ভিন্ন ভিন্ন নান্দনিক কাপড় যা টাঙ্গাইল, রাজশাহী, মানিকগঞ্জ, নরসিংদী, সিরাজগঞ্জ, মিরপুর, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে নিজস্ব তাঁতে তৈরি করা হয়।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "২৭ বছরে বিশ্বরঙ"। প্রথম আলো। ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ২০ ডিসে ২০২১। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৮।