আলাপ:হুমায়ূন আহমেদ

সাম্প্রতিক মন্তব্য: রফিক কে. কর্তৃক ৪ বছর পূর্বে "নির্বাচিত নিবন্ধে মানোন্নয়ন" অনুচ্ছেদে
ভালো নিবন্ধ হুমায়ূন আহমেদ ভাষা এবং সাহিত্যবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
এপ্রিল ২২, ২০২০ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত

জন্মস্থান নিয়ে সন্দেহ

সম্পাদনা

ইংরেজি উইকি পাতা ও বাংলা উইকি পাতাতে হুমায়ুন আহমেদের জন্মস্থান ভিন্ন রয়েছে। আসলে কোনটি? কোন তথ্যসূত্র কি আছে? --আশা (আলাপ) ২০:৩০, ১৩ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

হুমায়ূন আহমেদের বয়স

সম্পাদনা

বিশেষ দ্রষ্টব্য: সকল রেফারেন্স বলছে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর, কিন্তু গণিত বলছে ৬৩ বছর। কারও কোনো মতামত এ বিষয়ে? — তানভিরআলাপ০৬:২৭, ২০ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

দেয়াল

সম্পাদনা

"তাঁর লেখা শেষ উপন্যাস হলো 'দেয়াল'" এই বাক্যটি বাদ দেয়ার কী কারণ?-Faizul Latif Chowdhury (আলাপ) ১৮:১৬, ১১ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

গ্রন্থতালিকা

সম্পাদনা

অবলোপিত অংশ সংরক্ষণ করা হলো। হুমায়ুন আহমেদ-স্যার এর বইয়ের লিস্ট অ অচিনপুর অন্যভূবন অপেক্ষা-১ অপেক্ষা-২ অয়োময়-১ অয়োময়-২ অন্ধকারের গান অদ্ভূত সব গল্প আ আশাবরী আয়নাঘর অনন্ত নক্ষত্রবিথী আকাশজোড়া মেঘ আমার আছে জল আঙ্গুল কাটা জগলু আমি এবং আমরা আজ হিমুর বিয়ে আজ চিত্রার বিয়ে আমিই মিসির আলী আজ আমি কোথাও যাব না আমি এবং কয়েকটি প্রজাপতি আজ দুপুরে তোমার নিমন্ত্রন আসমানীরা তিন বোন-১ আসমানীরা তিন বোন-২ আসমানীরা তিন বোন-৩ আমার প্রিয় ভৌতিক গল্প-১ আমার প্রিয় ভৌতিক গল্প-২ আমার প্রিয় ভৌতিক গল্প-৩ ই ইরিনা উ উড়ালপঙ্খী এ এলেবেলে এবং হিমু একি কান্ড এই শুভ্র এই! একজন মায়াবতী এই মেঘ রৌদ্র ছায়া একজন হিমু এবং কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা এলেবেলে-১ এলেবেলে-২ এই আমি-১ এই আমি-২ ও ওমেগা পয়েন্ট ক কূহক কৃষ্ণপক্ষ কিছুক্ষন কুটু মিয়া কিছু শৈশব কে কথা কয় কবি -১ কবি -২ কবি -৩ কোথাও কেউ নেই-১ কোথাও কেউ নেই-২ কহেন কবি কালিদাস -১ কহেন কবি কালিদাস -২ গ গৌরীপুর জংশন চ চক্ষে আমার তৃষ্ণা চলে যায় বসন্তের দিন চাঁদের আলোয় কয়েকজন যুবক ছ ছেলেটা ছায়াবিথী ছোট গল্প জ জলপদ্ম-১ জলপদ্ম-২ জল ও জোছনা জলিল সাহেবের পিটিশন জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুল জোছনা ও জোনাকীর গল্প [প্রথম খণ্ড] জোছনা ও জোনাকীর গল্প [দ্বিতীয় খণ্ড] জোছনা ও জোনাকীর গল্প [তৃতীয় খণ্ড] ত তোমাকে তন্দ্রাবিলাস তারা তিন জন তেঁতুল বনে জোছনা তিথীর নীল তোয়ালে তোমাদের জন্য ভালবাসা তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে দ দেবী দুই-দুয়ারী দ্বিতীয় মানব দারুচিনি দ্বীপ দি এক্সরসিস্ট দরজার ওপাশে দেখা না দেখা ন নিষাদ নির্বাসন নিশিথীনি নীল হাতি নীল অপরাজিতা নির্বাচিত ভূতের গল্প প পাপ পোকা পুতুল পারাপার পুত্র নিষাদ পিলখানা হত্যাকান্ড পাখি আমার একলা পাখি পারুল ও তিনটি কুকুর -১ পারুল ও তিনটি কুকুর -২ ফ ফীহা সমীকরণ ব বিপদ বাসর বৃহন্নলা বহুব্রিহী বলপয়েন্ট বৃষ্টিবিলাস বোতল ভূত বৃষ্টি ও মেঘমালা -১ বৃষ্টি ও মেঘমালা -২ বাঘবন্দী মিসির আলী বাদল দিনের দ্বিতীয় কদম ফুল ভ ভয় ম মৃন্ময়ী মানবী ময়ূরাক্ষী মজার ভূত মেঘের ছায়া মিসির আলীর চশমা মৃন্ময়ীর মন ভালো নেই ময়ূরাক্ষীর তীরে প্রথম হিমু মিসির আলী আপনি কোথায় মিসির আলীর অমীমাংসিত রহস্য মধ্যাহ্ন -১.১ মধ্যাহ্ন -১.২ মধ্যাহ্ন -২.১ মধ্যাহ্ন -২.২ মেঘ বলে চৈত্রে যাব -১ মেঘ বলে চৈত্রে যাব -২ য যদিও সন্ধ্যা র রূপার পালঙ্ক ল লিলুয়া বাতাস লীলাবতী -১ লীলাবতী -২ লীলাবতী -৩ শ শুভ্র শূন্য শ্যামল ছায়া শঙ্খনীল কারাগার শীত ও অন্যান্য গল্প -১ শীত ও অন্যান্য গল্প -২ স সৌরভ সাজঘর সে ও নর্তকী সেদিন চৈত্রমাস সে আসে ধীরে সবাই গেছে বনে সকল কাঁটা ধন্য করে -১ সকল কাঁটা ধন্য করে -২ সকল কাঁটা ধন্য করে -৩ হ হিমু হিমু মামা হিমু রিমান্ডে হরতন-ইস্কাপন হিমুর মধ্যদুপুর হিমুর রূপালী রাত্রি হিমুর দ্বিতীয় প্রহর হলুদ হিমু কাল rab হিমুর একান্ত সাক্ষাৎকার হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম সংখ্যা ১৯৭১

বানান

সম্পাদনা

বাংলা একাডেমির বর্তমান বানানরীতি অনুসারে বাংলাদেশি বানানে হ্রস্ব-ই কার হবে। ঠিক যেমনভাবে দেশি-বিদেশি ইত্যাদি শব্দ হবে। এই হলো অভীক (আলাপ) ১৬:০২, ৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ফয়জুল ভাই, একটি প্রশ্ন: বাংলা উইকিপিডিয়া মূলত বাংলা একাডেমির বানানরীতি অনুসরণ করে, এক্ষেত্রে বাংলাদেশ সরকার সম্পর্কিত নিবন্ধে এই বানান আর অন্য প্রয়োগের ক্ষেত্রে ই-কার যুক্ত বানান ব্যবহার করার ব্যাপারে আপনার কী মত? — তানভির১৯:২১, ৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
এটা ঠিক যে নাগরিক হিসাবেই বাংলাদেশি শব্দটির ব্যবহার আসে এবং সেক্ষেত্রে সংবিধানের বাছাই করা শব্দ ও শব্দের বানান-ই চূড়ান্ত (আমি নিজেও বিভ্রান্ত)। — তানভির১৯:২৪, ৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বাংলা একাডেমি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পূর্বে একাডেমির জন্ম (১৯৫৫)। সংবিধান মুদ্রকদের সচেতনতার কথা যদি ধরা হয়, সেটা প্রশ্নসাপেক্ষ। তাই বলে আদিম বানানরীতি ব্যবহারের কোনো মানে নেই। ইংরেজি ভাষীরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিষ্ঠানকে তাদের স্ট্যান্ডার্ড ধরে থাকে। আর হ্রস্ব-ই কারের রীতিটা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সঙ্গে আলোচনা করে প্রণীত। এই হলো অভীক (আলাপ) ০০:৪৩, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

প্রথম কথা, বাংলা একাডেমি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নয়। দ্বিতীয়ত: আমি বাংলা একাডেমির বানান রীতির বিরূদ্ধে অভিমত প্রকাশ করিনি। উইকিপিডিয়া বিশ্বকোষ হিসেবে সাংবিধানিক ক্ষেত্রে সংবিধানকে অনুসরণ করলে ন্যায্য হয়। বাংলাদেশী বাংলাদেশের মানুষের একটি সাংবিধানিক পরিচয়; এখানে বাংলা একাডেমির বানান রীতির বা অন্য কোনো সঠিকতর রীতি প্রয়োগ করা সমীচীন মনে করি না। আইনী ও সাংবিধানিক ক্ষেত্রে বিদ্যমান টেকস্ট অনুসরণীয় বলে মনে করি। অন্যত্র, বাংলা একাডেমির বানান রীতি প্রয়োগ করা যেতে পারে (যদিও তা অনেক ক্ষেত্রে তর্কযোগ্য)। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:৩৫, ১১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধের পর্যালোচনা

সম্পাদনা
এই পর্যালোচনাটি আলাপ:হুমায়ূন আহমেদ/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Wiki Ruhan (আলাপ · অবদান) ১৯:৩২, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Wiki Ruhan:, নিবন্ধে চিত্রশালা অংশটির প্রয়োজন নেই। কমন্সের সব চিত্র নিবন্ধে যোগ করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। সংশ্লিষ্ট যে কয়টি চিত্র যোগ করা যায় সেগুলো যোগ করলেই হবে। সৃষ্টিকর্মসমূহের আলাদা পূর্ণ নিবন্ধ রয়েছে, তাই নিবন্ধের দৈর্ঘ্যের কথা বিবেচনা করে মূল নিবন্ধগুলোর সংযোগ রাখা হল।--ওয়াকিম (আলাপ) ১৩:১২, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@WAKIM: ভাইয়া, ঠিকই বলেছেন। আমিও মনে করেছিলাম চিত্রশালা এর প্রয়োজন নেই। তবে ইউজারফ্রেন্ডলি হবে ভেবে যোগ করেছিলাম। যদি চান তবে মুছে ফেলতে পারেন, ভাইয়া।— Wiki Ruhan (আলাপ) ১৩:২২, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@WAKIM:, @Wiki Ruhan:, @Kupulak:, হুমায়ূন আহমেদের প্রচুর চিত্র আছে, সেগুলোকে 'চিত্রশালা' অনুচ্ছেদ (নতুন) তৈরি করে তারপর সাজান, যেমনঃ ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী নিবন্ধটি দেখুন। পাভেল এ. (আলাপ) ১৩:৩৩, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@পাভেল এ.: আপনাকে মতামত প্রদানের জন্য ধন্যবাদ। — Wiki Ruhan (আলাপ) ১৩:৩৪, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@WAKIM:, @Wiki Ruhan:, @Kupulak:, এই নিবন্ধটি আরো বড় করা দরকার। পাভেল এ. (আলাপ) ১৫:৫২, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য): খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র): খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে): গ) (মৌলিক গবেষণা):
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়): খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ): খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

— Wiki Ruhan (আলাপ) ১২:৩১, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার নিবন্ধ

সম্পাদনা

হুমায়ূন আহমেদ ছিলেন একজন বাংলাদেশী ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বিজ্ঞান কল্পকাহিনির পথিকৃৎ। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন এবং নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ে পলিমার রসায়ন শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। পরবর্তীতে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে অধ্যাপনা ছেড়ে দেন। বাংলা সাহিত্যের উপন্যাস শাখায় অসামান্য অবদানের জন্য তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়া বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদানের জন্য ১৯৯৪ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। এছাড়া তিনি শ্রেষ্ঠ পরিচালনাসহ একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। (বাকি অংশ পড়ুন...)

নির্বাচিত নিবন্ধে মানোন্নয়ন

সম্পাদনা

হুমায়ূন আহমেদ নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ বানানোর লক্ষ্যে আনুষ্ঠানিক কাজ শুরু করা দরকার।

পরিকল্পনা

সম্পাদনা

পরিকল্পনার যে শর্ত পূরণ হয় তাতে একটি টিক চিহ্ন যোগ করুন।

  • বানান ভুল সংশোধন
  • বাক্যের অর্থগত জটিলতা দূর করা
  • নতুন তথ্য যোগ করা
  • সকল উইকি লিংক নীল লিংকে রূপান্তর
  • প্রয়োজনীয় ছবি আপলোড
  • উপযুক্ত ছবি যোগ করা
  • বিতর্কিত তথ্যের ভুল-ভ্রান্তি ঠিক করা
  • তথ্যের সঠিকতা ও নিরপেক্ষতা যাচাই করা

তথ্যসূত্র

সম্পাদনা
  • যে অংশে তথ্যসূত্র প্রয়োজন কিন্তু নেই, সেসব অংশে তথ্যসূত্র যোগ করা।
  • বাংলা পত্র-পত্রিকার তথ্যসূত্র যোগ করা
  • ইংরেজি উইকিপিডিয়ার তথ্যসূত্রগুলো যোগ করা
  • গ্রন্থপঞ্জি যোগ করা
  • বর্তমান তথ্যসূত্রগুলোকে বাংলা করা
  • বহিঃসংযোগে নতুন কিছু লিংক যোগ করা

প্রস্তাবনায় প্রতীক এন. (আলাপ) ১৩:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পরামর্শ

সম্পাদনা
"হুমায়ূন আহমেদ" পাতায় ফেরত যান।