চিকিৎসাবিজ্ঞানের বিশেষায়িত ক্ষেত্র

চিকিৎসাবিজ্ঞানের শাখা যেখানে বিশেষ কোনও অঙ্গ বা তন্ত্র, কিংবা বিশেষ কোনও রোগের দল অথবা বিশেষ কো
(বিশেষায়িত চিকিৎসাক্ষেত্র থেকে পুনর্নির্দেশিত)

চিকিৎসাবিজ্ঞানের বিশেষায়িত ক্ষেত্র বলতে চিকিৎসাবিজ্ঞান তথা চিকিৎসা পেশার বিভিন্ন বিশেষ বিশেষ শাখাকে বোঝায়, যেগুলির প্রতিটিতে একটি সুসংজ্ঞায়িত রোগীর দল বা রোগের দল কিংবা বিশেষ দক্ষতাসমষ্টি অথবা চিকিৎসার বিশেষ কোনও দর্শনের উপরে জোর দেওয়া হয়। যেমন শিশুদের রোগ-সংক্রান্ত চিকিৎসার বিশেষায়িত ক্ষেত্রটিকে শিশুচিকিৎসাবিজ্ঞান, ক্যান্সার বা কর্কটরোগ সংক্রান্ত বিশেষায়িত ক্ষেত্রটিকে কর্কটবিজ্ঞান বা অর্বুদবিজ্ঞান, পরীক্ষাগারে রোগ নির্ণয় সংক্রান্ত বিশেষায়িত শাখাটিকে রোগনির্ণয়বিজ্ঞান, বা প্রাথমিক স্তরের চিকিৎসা সেবা প্রদানকারী শাখাটিকে পারিবারিক চিকিৎসাবিজ্ঞান বলা হয়। চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা সমাপ্ত করার পরে চিকিৎসক বা শল্যচিকিৎসকেরা তাদের চিকিৎসা শিক্ষা আরও অগ্রসর করার জন্য চিকিৎসাবিজ্ঞানের একটি বিশেষায়িত ক্ষেত্রে বহু-বাৎসরিক ডাক্তারি প্রশিক্ষণ সমাপ্ত ক'রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকে পরিণত হন।[]

একজন ভারতীয় অবেদন বিশেষজ্ঞ (anesthesiologist)

নিচে চিকিৎসাবিজ্ঞানের বিশেষায়িত ক্ষেত্রগুলির একটি তালিকা বাংলা বর্ণানুক্রমে উপস্থাপন করা হয়েছে।

বর্ণানুক্রমিক তালিকা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Different Types of Doctors: Find the Specialist You Need"webmd.com। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৮