বিশালপুর ইউনিয়ন
বিশালপুর ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার শেরপুর উপজেলার একটি ইউনিয়ন।
বিশালপুর | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে বিশালপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪০′২৬″ উত্তর ৮৯°২৫′২৫″ পূর্ব / ২৪.৬৭৩৮৯° উত্তর ৮৯.৪২৩৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | শেরপুর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | জাকির হোসেন[১] |
আয়তন | |
• মোট | ২৯৬.২৭ বর্গকিমি (১১৪.৩৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০৬)[২] | |
• মোট | ৩,১৮,২২০ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.৯০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৮৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাবিশালপুর ইউনিয়নের সঠিক ইতিহাস সম্পূর্ণ রুপে জানা যায়নি তবে মনে করা হয় অত্র ইউনিয়নে বিশাল বিশাল শস্যক্ষেত থাকার কারণেই এর নামকরণ করা হয়েছে বিশালপুর।
ভাষা ও সংস্কৃতি
সম্পাদনাএই ইউনিয়নের মানুষ সাধারণত বাংলা ভাষাতেই কথা বলে। তারা নিজেদের মধ্যে কথা বলার সময় তাদের আঞ্চলিক ভাষা ব্যবহার করে। অত্র ইউনিয়নের বেশীর ভাগ মানুষই ইসলাম ও হিন্দু ধর্মালম্বী। তবে কিছু খ্রিষ্টান ধর্মালম্বী মানুষও এখানে বাস করে। এছাড়াও এখানে বেশ কিছু আদিবাসী শ্রেণীর মানুষও বসবাস করে।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাশেরপুর উপজেলা হতে বিশালপুর ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। ইউনিয়ন পর্যন্ত পাকা রাস্তা রয়েছে। তাছাড়া মির্জাপুর হতে দোয়ালসাড়া ১১ কিলোমিটার এবং মির্জাপুর হতে রানীর হাট পর্যন্ত ১২ কিলোমিটার, বামিহালী হতে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ১ কিলোমিটার পাকা রাস্তা রয়েছে। উল্লেখিত রাস্তা তিনটি সহ ইউনিয়নের ভিতরে আরও কিছু পাকা রাস্তা সহ সর্বমোট ৩০ কিলোমিটার পাকা রাস্তা রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]
লোকসংখ্যা
সম্পাদনাপুরুষ ১৫,৪০৫ জন, মহিলা ১৪,২১৬ জন এবং মোট ২৯,৬২১ জন
শিক্ষা
সম্পাদনা১। কচুয়া পাড়া উচ্চ বিদ্যালয়, ২। বিরাকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়, ৩। দোয়ালসাড়া মাধ্যমিক বিদ্যালয়, ৪। বিশালপুর উচ্চ বিদ্যালয়, ৫। পাঁচ দেউলী পলাশ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, ৬। পেঁচুল উচ্চ বিদ্যালয়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বগুড়ায় জয়ী হলেন যারা"। ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২১।
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে শেরপুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]