বিশাখাপত্তনম লোকসভা কেন্দ্র

অন্ধ্র প্রদেশের একটি লোকসভা সাংবিধানিক নির্বাচন অঞ্চল

বিশাখাপত্তনম কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের ২৫ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রেটি মোট ৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[] লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল তেলুগু।

বিশাখাপত্তনম লোকসভা কেন্দ্র
লোকসভা নির্বাচনী এলাকা
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যঅন্ধ্রপ্রদেশ
প্রতিষ্ঠিত১৯৫২- বর্তমান
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
এম। ভি। ভি। সত্যনারায়ণ
দলওয়াইএসআর কংগ্রেস পার্টি
নির্বাচিত বছর২০১৯

অন্ধ্রপ্রদেশর সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে অন্যতম হল লোকসভা বিশাখাপত্তনম আসনটি। এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে লোকসভার কেন্দ্রের মেয়াদ আরও একবছর বাড়ানো যায় আবার বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন করা যায়, যা উপনির্বাচন নামে পরিচিত।

ইতিহাস

সম্পাদনা

বিশাখাপত্তনম লোকসভা কেন্দ্রে ১৯৫২ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্র গুলি

সম্পাদনা

লোকসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের ১৭৫ বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য অন্ধ্রপ্রদেশ বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৭ টি বিধানসভা কেন্দ্রে সর্বশেষ ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রের মধ্যে ৭টি বিধানসভা কেন্দ্রই[] সাধারণ-এর জন্য সংরক্ষিত৷ এটি একটি গ্রামীণ সংসদীয় ক্ষেত্র৷ বিশাখাপত্তনম নির্বাচনী কেন্দ্রটি ২০০৮ এর সীমানির্দেশে বিধানসভা কেন্দ্র গুলি হলঃ-

শৃঙ্গবরফকোট বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত।

ভীমিলি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷

বিশাখাপত্তনম পূর্ব বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২১ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷

বিশাখাপত্তনম দক্ষিণ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২২ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷

বিশাখাপত্তনম উত্তর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৩ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷

বিশাখাপত্তনম পশ্চিম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যেরবিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৪ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷

গাজুয়াকা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৫ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷

বর্তমান ও প্রাক্তন বিজয়ী সাংসদদের তালিকা:

সম্পাদনা

বিশাখাপত্তনম কেন্দ্র বিজয়ী বর্তমান সংসদ ওয়াইএসআর কংগ্রেস পার্টি দলের সদস্য এম। ভি। ভি। সত্যনারায়ণ [][] এবং প্রাক্তন সংসদ ছিলেন ভারতীয় জনতা পার্টি দলের সদস্য কে হরি বাবু।[][]

  • ২০০৯: ডি পুরান্ডেশ্বরী, ভারতীয় জাতীয় কংগ্রেস
  • ২০১৪: কে হরি বাবু, ভারতীয় জনতা পার্টি
  • ২০১৯: এম। ভি। ভি। সত্যনারায়ণ, ওয়াইএসআর কংগ্রেস পার্টি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)The Election Commission of India। ১৭ ডিসেম্বর ২০১৮। পৃষ্ঠা 30। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯ 
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 30। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০ 
  3. "M.V.V. Satyanarayana - IMDb"IMDb। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯  টেমপ্লেট:Unreliable?
  4. "Neck-and-neck race for Vizag Lok Sabha seat"The Hindu। ২৪ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯ 
  5. "Constituencywise-All Candidates"। ১৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৪ 
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০ 

আরও পড়ুন

সম্পাদনা
  • Surjit S. Bhalla. Citizen Raj: Indian Elections 1952-2019 (2019 [১]
  • Prannoy Roy, Dorab R. Sopariwala . he Verdict:Decoding India's Elections (2019) [২]

বহিঃসংযোগ

সম্পাদনা