বিলি বব থর্নটন
বিলি বব থর্নটন (ইংরেজি: Billy Bob Thornton; ৪ আগস্ট ১৯৫৫) হলেন একজন মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, গায়ক, গীতিকার। তার উল্লেখযোগ্য ছায়াছবির মধ্যে রয়েছে স্লিং ব্লেড, এ সিম্পল প্ল্যান এবং মনস্টার্স বল।
বিলি বব থর্নটন | |
---|---|
জন্ম | হট স্প্রিংস, আর্কানসাস, যুক্তরাষ্ট্র | ৪ আগস্ট ১৯৫৫
পেশা | অভিনেতা, সঙ্গীতশিল্পী, চিত্রনাট্যকার, পরিচালক, সুরকার (ভোকাল/ড্রামস) |
কর্মজীবন | ১৯৮৭-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মেলিসা লি গ্যাটলিন (১৯৭৮-১৯৮০) টনি লরেন্স (১৯৮৬-১৯৮৮) সিন্ডা উইলিয়ামস (১৯০-১৯৯২) পিয়েত্রে ডন শার্নিয়াক (১৯৯৩-১৯৯৭) অ্যাঞ্জেলিনা জোলি (২০০০-২০০৩) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
থর্নটন একাডেমি অব সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি অ্যান্ড হরর ফিল্মস থেকে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডস ও ন্যাশনাল বোর্ড অব রিভিউ থেকে একটি বিশেষ কৃতিত্ব পুরস্কার অর্জন করেন এবং হলিউড ওয়াক অব ফেমে তার নামে একটি তারকা খচিত হয়। তিনি তিনটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে একটি একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি একটি এমি পুরস্কারে মনোনীত হন, চারটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন থেকে দুটি পুরস্কার লাভ করেন এবং তিনটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে মনোনীত হন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাবিলি বব থর্নটন[১][২] ১৯৫৫ সালের ৪ঠা এপ্রিল[৩] আর্কানসাসের হট স্প্রিংসে জন্মগ্রহণ করেন।[৪][৫] তার পিতা উইলিয়াম রেমন্ড "বিলি রে" থর্নটন (নভেম্বর ১৯২৯ - আগস্ট ১৯৭৪) ছিলেন হাই স্কুলের ইতিহাসের শিক্ষক ও বাস্কেটবল কোচ এবং তার মাতা ভার্জিনিয়া রবার্টা (জন্মনাম: ফকনার, মৃত্যু ২৯ জুলাই ২০১৭)।[৬] তার ভাই জিমি ডন (এপ্রিল ১৯৫৮ - অক্টোবর ১৯৮৮) ছিলেন একজন গীতিকার। তিনি একাধিক গান রচনা করেছেন, যার মধ্যে দুটি গান ("আইল্যান্ড অ্যাভিনিউ" ও "এমিলি") থর্নটন তার একক অ্যালবামের জন্য রেকর্ড করেছিলেন।[৭] পিতার দিক থেকে থর্নটনের পূর্বপুরুষগণ আইরিশ ছিলেন।[৮]
কর্মজীবন
সম্পাদনাঅভিনয় ও চলচ্চিত্র নির্মাণ
সম্পাদনাথর্নটন প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ১৯৮০-এর দশকে সাউথ অব রেনো চলচ্চিত্রে। এতে তিনি রেস্তোরাঁয় কাউন্টারের দাঁড়ানো একজন ব্যক্তির চরিত্রে ক্ষণিক সময়ের জন্য অভিনয় করেন। ১৯৯৬ সালে তিনি স্বাধীন চলচ্চিত্র স্লিং ব্লেড রচনা ও পরিচালনা করে এবং এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।[৬] এটি সাম ফোকস কল ইট আ স্লিং ব্লেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিস্তৃত রূপ। স্লিং ব্লেড ছবিটি আন্তর্জাতিকভাবে সমাদৃত হয় এবং থর্নটন তার চিত্রনাট্যের জন্য শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার, রাইটার্স গিল্ড অব আমেরিকা পুরস্কার ও এডগার পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৬]
সঙ্গীত
সম্পাদনা১৯৯০ সালে থর্নটন গায়ক-গীতিকার হিসেবে আবির্ভূত হন। তিনি ২০১১ সালে রক অ্যালবাম প্রাইভেট রেডিও প্রকাশ করেন। পরবর্তীকালে তিনি আরও তিনটি অ্যালবাম - দ্য এজ অব দ্য ওয়ার্ল্ড (২০০৩), হোবো (২০০৫), ও বিউটিফুল ডোর (২০০৭) প্রকাশ করেন।
ডিস্ক তালিকা
সম্পাদনাস্টুডিও অ্যালবাম
সম্পাদনা- প্রাইভেট রেডিও (২০০১)
- দ্য এজ অব দ্য ওয়ার্ল্ড (২০০৩)
- হোবো (২০০৫)
- বিউটিফুল ডোর (২০০৭)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ভিগোডা, আর্লিন (ফেব্রুয়ারি ৭, ১৯৯৭)। "Thornton makes a mark with 'Sling Blade'"। ইউএসএ টুডে। পৃষ্ঠা 1D LIFE।
- ↑ মোডেল, বেটসি (জানুয়ারি ২০০৪)। "Rock-a-Billy Bob"। অরেঞ্জ কোস্ট ম্যাগাজিন। 30 (1)। পৃষ্ঠা 54।
- ↑ "Monitor"। এন্টারটেইনমেন্ট উইকলি (1219)। Time Inc.। আগস্ট ১০, ২০১২। পৃষ্ঠা 27।
- ↑ "Billy Bob Thornton Biography"। The Biography Channel। ২৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮।
- ↑ "Billy Bob Thornton (American actor, director, and writer)"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮।
- ↑ ক খ গ "Billy Bob Thornton"। ইনসাইড দি অ্যাক্টরস স্টুডিও। 8 মৌসুম। পর্ব 18। আগস্ট ১৮, ২০০২।
- ↑ "Social Security Death Index"। ancestry.com। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮।
- ↑ "Billy Bob's Irish father inspires movie"। Raidió Teilifís Éireann। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮।