বিলাসপুর লোকসভা কেন্দ্র
বিলাসপুর লোকসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের ১১ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংরক্ষিত আসন এবং মোট ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল হিন্দি। এই লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১,৭২৯,২২৯ জন৷
বিলাসপুর লোকসভা কেন্দ্র | |
---|---|
লোকসভা নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
রাজ্য | ছত্তিশগড় |
বিধানসভা নির্বাচনী এলাকা | ৮ টি |
প্রতিষ্ঠিত | ১৯৫২-বর্তমান |
মোট নির্বাচক | ১,৭২৯,২২৯[১] |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব | |
দল | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচিত বছর | ২০১৯ |
এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।
এই লোকসভা কেন্দ্রটি ছত্তিশগড়ের বিলাসপুর জেলার উত্তরাংশ বাদে সমগ্র জেলা ও সমগ্র মুঙ্গেলি জেলায় অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত৷[২]
ইতিহাস
সম্পাদনাবিলাসপুর লোকসভা কেন্দ্রে ১৯৫২ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিধানসভা কেন্দ্র গুলি
সম্পাদনালোকসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের ৯০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য ছত্তিশগড়ের বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৮ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের দুটি বিধানসভা কেন্দ্র (মুঙ্গেলি, মস্তুরী) তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।
- কোটা বিধানসভা কেন্দ্র [৩]
এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৫ নং বিধানসভা কেন্দ্র৷ এটি বিলাসপুর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷
- লোরমি বিধানসভা কেন্দ্র [৪]
এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৬ নং বিধানসভা কেন্দ্র৷ এটি মুঙ্গেলি জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।
- মুঙ্গেলি বিধানসভা কেন্দ্র [৫]
এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৭ নং বিধানসভা কেন্দ্র৷ এটি মুঙ্গেলি জেলায় অবস্থিত৷ এটি তপসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন৷
- তখতপুর বিধানসভা কেন্দ্র [৬]
এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৮ নং বিধানসভা কেন্দ্র। এটি বিলাসপুর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷
- বিলহা বিধানসভা কেন্দ্র [৭]
এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৯ নং বিধানসভা কেন্দ্র। এটি বিলাসপুর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷
- বিলাসপুর বিধানসভা কেন্দ্র [৮]
এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩০ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি বিলাসপুর জেলায় অবস্থিত৷
- বেলতারা বিধানসভা কেন্দ্র [৯]
এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩১ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি বিলাসপুর জেলায় অবস্থিত৷
- মস্তুরী বিধানসভা কেন্দ্র [১০]
এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩২ নং বিধানসভা কেন্দ্র। এটি তপসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি বিলাসপুর জেলায় অবস্থিত৷
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। ১৭ ডিসেম্বর ২০১৮। পৃষ্ঠা 30। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯।
- ↑ https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/kota-election-result-s26a025/
- ↑ https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/lormi-election-result-s26a026/
- ↑ https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/mungeli-sc-election-result-s26a027/
- ↑ https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/takhatpur-election-result-s26a028/
- ↑ https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/bilha-election-result-s26a029/
- ↑ https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/bilaspur-election-result-s26a030/
- ↑ https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/beltara-election-result-s26a031/
- ↑ https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/masturi-election-result-s26a032/