বিলভাতিয়া
বিলভাতিয়া বাংলাদেশের একটি বিল। এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট, গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলার উত্তর-দক্ষিণ পূর্ব জুড়ে অবস্থিত।
আয়তন
সম্পাদনাদেশের দ্বিতীয় বৃহত্ততম বিল হল বিলভাতিয়া। সরকারি বেসরকারি মিলিয়ে ধানী ও বিলের আয়তন প্রায় ৬ হাজার ৮৬ একর। আর জলাশয় প্রায় ৩শ’ একর[১][২]
বিলভাতিয়ার সৌন্দর্য
সম্পাদনাবিলভাতিয়া প্রকৃতিপ্রেমীদের জন্য অপরূপ নিসর্গ। এখানকার প্রাকৃতিক স্থানগুলোকে ঘিরে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা দেখা দিয়েছে।
এ অঞ্চল থেকে পূর্ব-পশ্চিমে তাকালেই মনে হয় দিগন্ত বিস্তৃত আকাশ আলিঙ্গণ করছে। এর মাঝে অতিথি পাখির জলকেলি ভ্রমণপিপাসুদের মন কেড়ে নেয়। প্রাকৃতিক সৌন্দর্যের বিলভাতিয়ায় রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা।[৩]
বিভিন্ন প্রাণীর আবাসস্থল
সম্পাদনাবিলে দেশীয় বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছের ছড়াছড়ি। বক, চিল, মাছরাঙা, পানকৌড়ি, টিয়া, ঘুঘুসহ বিভিন্ন রকমের পাখি রয়েছে।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ""বিলভাতিয়া ""। মহানন্দা টাইমস। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৬।
- ↑ "বিলভাতিয়া Archives"। দৈনিক চাঁপাই চিত্র। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ভোলাহাটের বিলভাতিয়া ঘুরিয়ে দিবে দেশের অর্থনৈতিক চিত্র"। Fns24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৬।
- ↑ "দেশের দ্বিতীয় বৃহত্তম বিল 'বিলভাতিয়া' পরিদর্শনে বিএমডিএ চেয়ারম্যান"। চাঁপাই ট্রিবিউন। ২০২১-০১-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]