বিয়ানীবাজার সরকারি কলেজ
বিয়ানীবাজার সরকারি কলেজ বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি একটি সরকারি কলেজ। ১৯৬৮ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এবং স্নাতক পর্যায়ে এটি জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত একটি কলেজ। কলেজটি বিয়ানীবাজার কলেজ নামে সবচেয়ে বেশি পরিচিত।[১]
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৫ আগস্ট ১৯৬৮ |
ইআইআইএন | ১৩০১৭২ |
অধ্যক্ষ | প্রফেসর হাবিবুর রহমান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪০ এর অধিক |
শিক্ষার্থী | আনু. ৮৫০০+ |
ঠিকানা | কলেজ রোড , , |
শিক্ষাঙ্গন | উপশহর(৩ একর) |
সংক্ষিপ্ত নাম | BBGC |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট |
ওয়েবসাইট | ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাসিলেটের বিয়ানীবাজারের টিলাভূমির মতো সাড়ে তিন একর জায়গা উপর ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার সরকারি কলেজের। পরবর্তীতে ১৯৮৮ সালে কলেজটিকে সরকারিকরণ করা হয়। সিলেট জেলার উত্তর-পূর্ব সাতটি উপজেলার প্রায় সাড়ে আট হাজার শিক্ষার্থী এই কলেজে পড়াশোনা করে। ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষ থেকে স্নাতক সম্মান কোর্স চালু হওয়ায় কলেজটি এখন উত্তর-পূর্ব এলাকার একমাত্র উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান।[২]
প্রতিষ্ঠা
সম্পাদনাস্থানীয় প্রমথ নাথ দাসের দান করা ৫ একর ভূমির ওপর ১৯৬৮ সালের ১৫ আগস্ট বিয়ানীবাজার কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৯৮৮ সালের ৩০ জুলাই কলেজটিকে জাতীয়করণ করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন] কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন মোঃ ইমদাদুর রহমান (ভারপ্রাপ্ত)। এর পর থেকে এখন বর্তমান পর্যন্ত ৩৫ জন শিক্ষক বিভিন্ন মেয়াদে অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন] সর্বশেষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ ও পরে প্রফেসর রফিকুল ইসলাম মল্লিক অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।[তথ্যসূত্র প্রয়োজন] বর্তমানে মো. তারিকুল ইসলাম অধ্যাপক পদোন্নতি প্রাপ্ত হয়ে অন্যত্র যোগদান করায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান যোগদান করেন।বর্তমানে তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন আর উপাধ্যক্ষ পদে প্রফেসর মো. তারিকুল ইসলামের পুনরায় নিয়োগ হয়েছে। [তথ্যসূত্র প্রয়োজন]
স্নাতক সম্মান(অনার্স)
সম্পাদনাবিয়ানীবাজার সরকারি কলেজে মোট ৭টি বিষয়ে অনার্স বা স্নাতক সম্মান রয়েছে।
- বাংলা
- ইংরেজি
- রাষ্ট্রবিজ্ঞান
- অর্থনীতি
- হিসাববিজ্ঞান
- ব্যবস্থাপনা
- দর্শন
স্নাতকোত্তর(মাস্টার্স)
সম্পাদনাবিয়ানীবাজার সরকারি কলেজে মোট ৫টি বিষয়ে মাস্টার্স বা স্নাতকোত্তর রয়েছে।
- বাংলা
- অর্থনীতি
- রাষ্ট্রবিজ্ঞান
- হিসাববিজ্ঞান
- ব্যবস্থাপনা
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বিয়ানীবাজার উপজেলা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- ↑ "List of Institutions"। Ministry of Education। অক্টোবর ৭, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনা
বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |