বিবি মরিয়মের সমাধি
বিবি মরিয়মের সমাধি মুঘল আমলে নির্মিত একটি সমাধি সৌধ। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় অবস্থিত। এটি তৎকালীন মুঘল সম্রাট নিয়োজিত সুবেদার শায়েস্তা খাঁন কর্তৃক নির্মিত বলে ধারণা করা হয়।
বিবি মরিয়মের সমাধি | |
---|---|
বিবি মরিয়মের মাজার | |
নারায়ণগঞ্জ, বাংলাদেশ | |
ধরন | সমাধি সৌধ |
ভবন/স্থাপনা/ক্ষেত্রের তথ্য | |
নিয়ন্ত্রক | প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকা বিভাগ |
জনসাধারণের জন্য উন্মুক্ত | হ্যাঁ |
অবস্থা | পুনঃনির্মাণ |
ভবন/স্থাপনা/ক্ষেত্রের ইতিহাস | |
নির্মিত | ১৬৬৪-৮৮ [১] |
নির্মাতা | শায়েস্তা খাঁ[১] |
ইতিহাস
সম্পাদনাসমাধি ও এর লাগোয়া মসজিদের নির্মাণ কাল ১৬৬৪-৮৮ খ্রিষ্টাব্দ অনুমান করা হয়। সমাধিতে শায়িত বিবি মরিয়মকে তৎকালীন বাংলার মুঘল সুবাদার শায়েস্তা খানের কন্যা এবং ইরান দখত এর বোন তুরান দখত হিসেবে ঐতিহাসিকরা ধারণা করেন। [২]
স্থাপনা
সম্পাদনাসমাধি সৌধটি সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা একটি আয়তাকার প্রাঙ্গনের মাঝখানে ভূমি থেকে উঁচু ভিতের মাঝে নির্মিত। বর্গাকার ইমারতটিতে একটি গম্বুজ পরিলক্ষিত হয়। এছাড়াও ভবনের চারদিকে খিলান ছাদ বিশিষ্ট বারান্দা ঘিরে রয়েছে। সমাধি সৌধটির কেন্দ্রস্থলে চতুষ্কোণ কক্ষে রয়েছে তিন ধাপ বিশিষ্ট সমাধি। সমাধিটি শ্বেত পাথরে নির্মিত ও লতা পাতার নকশা অঙ্কিত। এছাড়াও কবর ফলক ও সমাধি লাগোয়া বারান্দায় বেশ কয়েকটি সাধারণ কবরও রয়েছে।
মসজিদ
সম্পাদনাসমাধি সৌধটির পশ্চিম পাশে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে যার নির্মাণকাল সৌধটির সমসাময়িক অর্থাৎ ১৬৬৪-৮৮ সালে শায়েস্তা খাঁন নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। সমাধিতে শায়িত বিবি মরিয়মের নামেই একে বিবি মরিয়মের মসজিদ নামকরণ করা হয়েছে।[১][২][৩]
গ্যালারি
সম্পাদনা-
বিবি মরিয়মের সমাধি
-
বিবি মরিয়মের সমাধি
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "বিবি মরিয়ম মাজার"। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ মুয়ায্যম হুসায়ন খান (১৭ এপ্রিল ২০১৫)। "বিবি মরিয়মের সমাধি"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ সাইফুল ইসলাম জুয়েল। "নারায়ণগঞ্জে দেখার আছে অনেক কিছু"। dailyjanakantha.com। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]