বিবিসি এশিয়ান নেটওয়ার্ক
দক্ষিণ এশিয়ায় পরিচালিত ব্রিটিশ বেতার কেন্দ্র
বিবিসি এশিয়ান নেটওয়ার্ক একটি ব্রিটিশ রেডিও স্টেশন যেটা মূলত দক্ষিণ এশিয়ার নানা বার্তা প্রচার করে থাকে[১]।এটির দুটি কেন্দ্র রয়েছে যার একটি লন্ডনে ও অপরটি বার্মিংহামে অবস্থিত।এটিতে মুলত গান ও আলোচনার অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে।
ফ্রিকোয়েন্সি | MW : Various(Restricted Coverage) DAB : 12B Freeview : 709 Freesat : 709 |
---|---|
মালিকানাস্বত্ত্ব | বিবিসি |
ওয়েবসাইট | BBC Asian Network |
২০১৭ সালের মাঝের দিকে বিবিসি এশিয়ান নেটওয়ার্ক মিলিত হয় বিবিসি রেডিও এক্সট্রার সাথে।আর মার্ক স্ট্রিপেল কে দুটি রেডিও স্টেশনেরই দায়িত্ব প্রদান করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "What is bbc asian network?"। ১ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।