বিবিসি এশিয়ান নেটওয়ার্ক

দক্ষিণ এশিয়ায় পরিচালিত ব্রিটিশ বেতার কেন্দ্র

বিবিসি এশিয়ান নেটওয়ার্ক একটি ব্রিটিশ রেডিও স্টেশন যেটা মূলত দক্ষিণ এশিয়ার নানা বার্তা প্রচার করে থাকে[]।এটির দুটি কেন্দ্র রয়েছে যার একটি লন্ডনে ও অপরটি বার্মিংহামে অবস্থিত।এটিতে মুলত গান ও আলোচনার অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে।

বিবিসি এশিয়ান নেটওয়ার্ক
বিবিসি এশিয়ান নেটওয়ার্ক
ফ্রিকোয়েন্সিMW : Various(Restricted Coverage)
DAB : 12B
Freeview : 709
Freesat : 709
মালিকানাস্বত্ত্ববিবিসি
ওয়েবসাইটBBC Asian Network
বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সাবেক লোগো

২০১৭ সালের মাঝের দিকে বিবিসি এশিয়ান নেটওয়ার্ক মিলিত হয় বিবিসি রেডিও এক্সট্রার সাথে।আর মার্ক স্ট্রিপেল কে দুটি রেডিও স্টেশনেরই দায়িত্ব প্রদান করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "What is bbc asian network?"। ১ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮