বিন লাদেন পরিবার

ইয়েমেনের এক ধনাঢ্য পরিবার।

বিন লাদেন পরিবার (আরবি: بن لادن, bin Lādin) বা বিন লাদিন পরিবার হচ্ছে সৌদি আরবের অভিজাত একটি পরিবার, যেটি সৌদি রাজ পরিবারের সাথে অন্তরঙ্গভাবে সম্পর্কযুক্ত। এই পরিবারটি মিডিয়ার সামনে বহুলভাবে প্রসিদ্ধি লাভ করে এর একজন সদস্য ওসামা বিন লাদেনের তৎপরতার জন্য। যিনি আল কায়েদার প্রতিষ্ঠাতা আমীর ছিলেন। অর্থনৈতিক দিক দিয়ে বিন লাদেন পরিবারকে প্রতিনিধিত্ব করে সৌদি বিনলাদিন গ্রুপ, যা বৈশ্বিক তেল বাণিজ্য এবং ইকুইটি ব্যবস্থাপনার মাধ্যমে বাৎসরিক ২ বিলিয়ন ডলার আয় করে থাকে। এবং বিনলাদিন গ্রুপের রয়েছে বিশ্বের সর্ববৃহৎ নির্মাণশিল্পের ফার্ম। এই কন্সট্রাকশন ফার্মের অধীনে লন্ডন, দুবাই এবং জেনেভায় অফিস রয়েছে।

বিন লাদেন পরিবার
বর্তমান অঞ্চলআরব উপদ্বীপ
উৎপত্তির স্থানইয়েমেন
সদস্যওসামা বিন লাদেন
দেখুন পরিবারের সদস্যবৃন্দ
বৈশিষ্ট্যআরবের ধনাঢ্য পরিবার
সৌদি আরবে বিন লাদেন পরিবারের অফিস দালান

পরিবার সারণী

সম্পাদনা
লাদেন আলি আল কাহতানি
Aboud বিন লাদেন
আওয়াদ বিন Aboud বিন লাদেন (মৃ. ১৯১৯)
ওমর বিন আওয়াদ বিন লাদেনমুহাম্মাদ বিন আওয়াদ বিন লাদেন (১৯০৮-১৯৬৭)আব্দুল্লাহ বিন আওয়াদ বিন লাদেন
আরো ৫০ জন স্ত্রী
রাবাব হাগুইগুয়ী
  1. সালেম বিন লাদেন (১৯৪৬-১৯৮৮)
  2. আলি বিন লাদেন
  3. বকর বিন লাদেন (জন্ম:১৯৪৬)
  4. মাহরুস বিন লাদেন
  5. হাসান বিন লাদেন
  6. তারেক বিন লাদেন (জন্ম: ১৯৪৭)
  7. সাবেত বিন লাদেন (মৃ. ২০০৯)
  8. গালিব বিন লাদেন
  9. ইয়াহইয়া বিন লাদেন
  10. ওমর বিন লাদেন
  11. আব্দুল আজিজ বিন লাদেন
  12. ঈসা বিন লাদেন
  13. তারেক বিন লাদেন
  14. আহমেদ বিন লাদেন
  15. শফীক বিন লাদেন
  16. সালেহ বিন লাদেন
  17. হায়দার বিন লাদেন
  18. সা'দ বিন লাদেন
  19. আব্দুল্লাহ বিন লাদেন
  20. ইয়াসসির বিন লাদেন
  21. শাইখা মুহাম্মাদ বিন লাদেন
  22. মুহাম্মাদ বিন লাদেন (জন্ম:১৯৬৭)
হামিদা আল আত্তাস
  1. ইবরাহীম বিন লাদেন
  2. খলীল বিন লাদেন
  3. ফাউজিয়া বিন লাদেন
ইয়াসলাম বিন লাদেন (জন্ম: ১৯৫০)Carmen দুফোর
ওসামা বিন লাদেন (১৯৫৭-২০১১)
  1. ওয়াফাহ দুফোর
  2. নাজিয়া দুফোর
  3. নুর দুফোর
নাজওয়া গানেম
খাদীজা শরীফ
  1. আব্দুল্লাহ বিন লাদেন (জন্ম: ১৯৭৬)
  2. আব্দুর রহমান বিন লাদেন (জন্ম: ১৯৭৮)
  3. সা'দ বিন লাদেন (১৯৭৯–২০০৯)
  4. ওমর বিন লাদেন (জন্ম: ১৯৮১)
  5. ওসমান বিন লাদেন (জন্ম: ১৯৮৩)
  6. মুহাম্মাদ বিন ওসামা বিন লাদেন (জন্ম: ১৯৮৩)
  7. ফাতেমা বিন লাদেন (জন্ম: ১৯৮৭)
  8. যুলকি বিন লাদেন (জন্ম:১৯৯০)
  9. লাদেন "বকর" বিন লাদেন (জন্ম: ১৯৯৩)
  10. যাকারিয়া বিন লাদেন (জন্ম: ১৯৯৭)
  11. নূর বিন লাদেন (জন্ম: ১৯৯৯)
খাইরিয়াহ সাবের
  1. আলি বিন লাদেন (জন্ম: ১৯৮৬)
  2. আমের বিন লাদেন (জন্ম: ১৯৯০)
  3. আয়শা বিন লাদেন (জন্ম: ১৯৯২)
হামযা বিন লাদেন (জন্ম: ১৯৮৯)সিহাম সাবের
  1. খালেদ বিন লাদেন (১৯৮৮–২০১১)
  2. খাদীজা ম বিন লাদেন (১৯৮৮-২০০৭)
  3. মারইয়াম বিন লাদেন (জন্ম: ১৯৯০)
  4. সুমাইয়া বিন লাদেন (জন্ম: ১৯৯২)
আমাল ফাতেহ আস সাদাহ
  1. রাইয়ান বিন লাদেন (জন্ম: ১৯৯৩)
  2. সাফিয়্যা বিন লাদেন (জন্ম: ২০০১)
  3. আছিয়া বিন লাদেন (জন্ম: ২০০৩)
  4. ইবরাহীম বিন লাদেন (জন্ম: ২০০৪)
  5. যয়নব বিন লাদেন (জন্ম: ২০০৬)
  6. হুসাইন বিন লাদেন (জন্ম: ২০০৮)
মুহাম্মাদ বিন আওয়াদ বিন লাদেন (১৯০৮–১৯৬৭)
এর সন্তানগণ:
  1. সালেম বিন লাদেন (১৯৪৬–১৯৮৮) বিবাহ Caroline Carey এর সাথে
  2. আলি বিন লাদেন
  3. সাবেত বিন লাদেন (মৃ. ২০০৯)
  4. মাহরুস বিন লাদেন
  5. হাসান বিন লাদেন
  6. বকর বিন লাদেন
  7. খালেদ বিন লাদেন
  8. ইয়েসলাম বিন লাদেন (জন্ম: ১৯৫০) বিবাহ Carmen bin Ladin (জন্ম: ১৯৫৪) এর সাথে
    1. ওয়াফাহ দুফোর (জন্ম: ১৯৭৮)
    2. নাজিয়া দুফোর (জন্ম: ১৯৭৯)
    3. নুর দুফোর (জন্ম: ১৯৮৭)
  9. গালিব বিন লাদেন
  10. ইয়াহইয়া বিন লাদেন
  11. ওমর বিন লাদেন
  12. আব্দুল আযীয বিন লাদেন
  13. ঈসা বিন লাদেন
  14. তারেক বিন লাদেন
  15. আহমদ বিন লাদেন
  16. ইবরাহীম বিন লাদেন
  17. শফীক বিন লাদেন
  18. ওসামা বিন লাদেন (১৯৫৭–২০১১) বিবাহ নাজওয়া গানেম (জন্ম: ১৯৬০) এর সাথে
  19. খলীল বিন লাদেন
  20. সালেহ বিন লাদেন
  21. হায়দার বিন লাদেন
  22. সা'দ বিন লাদেন
  23. আব্দুল্লাহ বিন লাদেন
  24. ইয়াসসির বিন লাদেন
  25. মুহাম্মাদ বিন লাদেন (জন্ম: ১৯৬৭)


তথ্যসূত্র

সম্পাদনা

আরো পড়ুন

সম্পাদনা