বিনোদ কুমার মেহতা
বিনোদ কুমার মেহতা ছিলেন একজন ভারতীয় পুলিশ অফিসার, যিনি কলকাতা পুলিশের সাথে কাজ করেছিলেন। তিনি একজন ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার ছিলেন এবং ১৯৮৪ সালে তার হত্যার সময় পুলিশের ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮৪ সালের ১৮ মার্চ গার্ডেন রিচে তাকে তার দেহরক্ষী মুখতার আলীর সাথে খুন করা হয়। প্রধান সন্দেহভাজন ইদ্রিস আলী পুলিশ হেফাজতে মারা যান। [১] [২] [৩] [৪] [৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kolkata Police undermined by CID probe?"। Times of India। ১৬ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
- ↑ "Vinod Kumar Mehta murder, Idris Mian custody death show Calcutta police in poor light"।
- ↑ "30 years later, murder case haunts 'juveniles'"। ১৮ মার্চ ২০১৪।
- ↑ "Lokeman Shah And Anr vs State Of West Bengal on 11 April, 2001"।
- ↑ "The Telegraph - Calcutta"।