বিনোদপুর ডিগ্রি কলেজ
বাংলাদেশের সরকারি কলেজ
বিনোদপুর ডিগ্রি কলেজ বাংলাদেশের মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বিনোদপুর ইউনিয়নে অবস্থিত। এটি ১৯৯৪ সালে স্থাপিত হয়।
ধরন | এমপিও ভুক্ত |
---|---|
স্থাপিত | ১৯৯৪ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ইআইআইএন | ১১৮০৬৫ |
অধ্যক্ষ | মোঃ খায়রুজ্জামান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩৯+ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ১৭+ |
ঠিকানা | বিনোদপুর, বিনোদপুর-নহাটা রোড, বিনোদপুর, ৭৬৩১ , Magura , |
ওয়েবসাইট | binodpurcollege |
ইতিহাস
সম্পাদনামাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন ২নং বিনোদপুর ইউনিয়নের অর্ন্তগত বিনোদপুর গ্রামে অবস্থিত। এই কলেজ ১৯৯৪ সালে স্থাপিত হয়।
অবকাঠামো
সম্পাদনা৪.৫ একর জমির উপর ৩টি পাঁকা ভবন, ১টি চারতল ভবন, ১টি দ্বীতল ভবন এবং ১টি টিন সেট ভবন নিয়ে মূল কলেজটি অবস্থিত। কলেজের চারপাশে আবাদী জমি এবং পাঁকা সড়ক রয়েছে।
শিক্ষক-শিক্ষার্থী
সম্পাদনাবর্তমানে বিনোদপুর কলেজে সর্বমোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১,৫৩০ জন । এই প্রতিষ্ঠানে ৫৭জন শিক্ষক কর্মচারীর সমন্বয়ে গঠিত।
কোর্সসমূহ
সম্পাদনাকলেজে চলমান কোর্সসমূহ হচ্ছেঃ
- এইচ.এস.সি - বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, বাণিজ্য বিভাগ।
- স্নাতক (পাশ) কোর্স - বি.এ., বি.এস.এস., বি.বি.এস.।