বিনাউটি ইউনিয়ন
বিনাউটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার একটি ইউনিয়ন। ২০১৭ সালে বিনাউটি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়।[১]
বিনাউটি | |
---|---|
ইউনিয়ন | |
৫নং বিনাউটি ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বিনাউটি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৭′১৬″ উত্তর ৯১°৮′৪৩″ পূর্ব / ২৩.৭৮৭৭৮° উত্তর ৯১.১৪৫২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | কসবা উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | ইকবাল হোসেন ভুইয়া |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৬.৩৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবিনাউটি ইউনিয়নের আয়তন ৫,৯২৬ একর (২৩.৯৮ বর্গ কিলোমিটার)।[২]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বিনাউটি ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩,৫২৫ জন। এর মধ্যে পুরুষ ১৬,০৯৮ জন এবং মহিলা ১৭,৪২৭ জন। মোট পরিবার ৬,৩০৭টি।[২] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৩৯৮ জন।[৩]
ইতিহাস
সম্পাদনা১৯৪০ সালে বিনাউটি ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। বিনাউটি গ্রামের নামে এ ইউনিয়নের নামকরণ করা হয়।[৪]
অবস্থান ও সীমানা
সম্পাদনাকসবা উপজেলার উত্তরাংশে বিনাউটি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে গোপীনাথপুর ইউনিয়ন, দক্ষিণে কসবা পৌরসভা ও কসবা পশ্চিম ইউনিয়ন, পশ্চিমে খাড়েরা ইউনিয়ন ও বাদৈর ইউনিয়ন এবং উত্তরে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন ও মনিয়ন্দ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবিনাউটি ইউনিয়ন কসবা উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৫]
- সৈয়দাবাদ
- হাজীপুর
- মনিচং
- চান্দাইসার
- রাউৎহাট
- খিদিরপুর
- আন্দিরপাড়
- বিনাউটি
- নেমতাবাদ
- গাববাড়ী
- ধামসার
- নোয়াপাড়া (১)
- ভরাজাঙ্গাল
- চন্দ্রপুর
- মজলিশপুর
- ব্রাহ্মণগ্রাম
- অনন্তপুর
- আদ্রা
- চাপিয়া
- টিঘরিয়া
- নোয়াপাড়া (২)
- চকচন্দ্রপুর
- দুরুইল
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বিনাউটি ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯%।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাকসবা উপজেলার একমাত্র সরকারি কলেজ বিনাউটি ইউনিয়নের অন্তর্ভুক্ত সৈয়দাবাদ গ্রামে অবস্থিত। এ.বি.সিদ্দিক এই কলেজের প্রতিষ্ঠাতা। এছাড়া এখানে অনেক বিদ্যালয় রয়েছে।
- উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান
- চকচন্দ্রপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- চকচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়
- মনিরুল হক উচ্চ বিদ্যালয়
- শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যাপীঠ
- মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সানমুন কিন্ডার গার্টেন
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবিনাউটি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক কুমিল্লা-সিলেট মহাসড়ক। যেকোনো যানবাহনে যাতায়াত করা যায়।[৪]
খাল ও নদী
সম্পাদনাবিনাউটি ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে অনেক খাল ও নদী। যা উক্ত ইউনিয়নের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। তেমনি দুটি নদীর নাম সিনাই ও বিজনী নদী। রাউৎ হাট বাজারের পাশ দিয়ে বয়ে চলেছে এক প্রাচীন ঐতিহ্যবাহী বিজনী নদী। স্বাদু পানির এসব খাল ও নদীর মাছ স্থানীয় লোকজনের মাছের চাহিদা মেটায়।
হাট-বাজার
সম্পাদনাবিনাউটি ইউনিয়নের প্রধান হাট-বাজার হল রাউৎহাট বাজার।
[৪]ব্রাহ্মণগ্রাম মজলিশপুর চৌরাস্তার বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনা- চকচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ
- ব্রাহ্মণগ্রাম রেলওয়ে সেতু লালসেতু, এবং ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশ
- মজলিশপুর স্টিলের সেতু
- ঢাকা-চট্টগ্রাম রেলপথ
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যানঃ নাজমুল খান বেদন
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিশেষ অর্জন - কসবা উপজেলা"। kasba.brahmanbaria.gov.bd। ২০২১-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৪।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ গ "এক নজরে বিনাউটি ইউনিয়ন"। www.benautyup.brahmanbaria.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৮।
- ↑ "গ্রামসমূহের তালিকা"। www.benautyup.brahmanbaria.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |