বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক

ঢাকার উদ্যান

বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক রাজধানী ঢাকার গুলশান ২ এ অবস্থিত একটি পার্ক[][]

বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক
মানচিত্র
ধরনবিনোদন পার্ক
অবস্থানগুলশান ২
নির্মিত২০২০
নকশাকারীপিএফ করপোরেশন
পরিচালিতঢাকা উত্তর সিটি কর্পোরেশন
ক্যাম্প সাইট৯.৪৫ একর
গাছপালা১৭০০

নির্মাণ

সম্পাদনা

পার্কটি ঢাক উত্তর সিটি করপোরেশনের এর উন্মুক্ত স্থানে আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় উন্নয়নকৃত জন্য প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে করেন পার্কটি নির্মাণ হয়।[] পার্কটিতে আধুনিকায়ন ও উন্নয়ন কাজ শেষে ১২ সেপ্টেম্বর ২০২০ সালে পার্কটি উদ্বোধন করা হয়। ৯.৪৫ একর জমির উপর মার্কটি ওপর নির্মাণ করা হয় ও পার্কটির উন্নয়নে ব্যয় খরচ প্রায় ১৬ কোটি টাকা। পার্কটির ডিজাইন করেছেন ভিত্তি স্থপত ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ করপোরেশন। এটির কাজ শুরু হয় ২০১৮ সালের ১৫ মার্চ।[]

সুযোগ-সুবিধা

সম্পাদনা

বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রায় ১৭০০টি গাছ রয়েছে।[] পার্কটিতে ইনডোর জিমনেসিয়াম রয়েছে। পার্কের ভেতর কফি হাউজসহ পার্কের ভেতরে মিউজিক্যাল ফাউনটেইন (ঝরনা) রয়েছে।[]

পার্কটিতে বঙ্গবন্ধু কর্নারসহ একটি লাইব্রেরি রয়েছে। এছাড়া ৩টি পুকুরঘাট রয়েছে। জলাধারের চারপাশে ৩টি দর্শক ডেক সমৃদ্ধ একটি হাঁটার পথ নির্মাণ করা হয়। জলধারারের উত্তর পশ্চিমের ঢালে একত্রে ৪০০ মানুষের বসার সুবিধা সম্বলিত ঘাসে ঢাকা সবুজ মুক্তমঞ্চ (এমপিথিয়েটর) নির্মাণ করা হয়। এছাড়াও বাস্কেটবল গ্রাউন্ড ও ব্যাডমিন্টন কোর্ট রয়েছে। পার্কটিকে সুন্দরভাবে ব্যবস্থাপনার অংশ হিসেবে সিসিটিভি কন্ট্রোল রুম স্থাাপন করা হয।[]

চিত্রশালা

সম্পাদনা

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "উদ্বোধনের আগেই অকেজো!"www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৯ 
  2. "রাজধানীতে দুটি পার্কের আধুনিকায়নের উদ্বোধন"www.risingbd.com। ২০১৮-০৫-১০। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-৩০ 
  3. "১৬ কোটি টাকায় সাজানো হলো পার্কের ৫ ধরনের হাঁটার পথ"banglanews24.com। ২০২০-০৯-১৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৯ 
  4. "বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক উদ্বোধন"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৯ 
  5. "প্রায় ১৭০০ বৃক্ষের সন্নিবেশে সজ্জিত বিচারপতি শাহাবুদ্দিন পার্ক"www.jagonews24.com। ২০২০-০৯-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-৩১ 
  6. নিউজ, সময়। "গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক সেজেছে নতুন সাজে"Somoy News। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-৩০ 
  7. "নতুন সাজে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক"www.kalerkantho.com। ২০২০-০৯-১৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৯ 

  উইকিমিডিয়া কমন্সে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক সম্পর্কিত মিডিয়া দেখুন।