বিগ বস ৯
বিগ বস ৯ অনুষ্ঠানটি বিগ বস: ডাবল ট্রাবল নামেও পরিচিত।[১] এটি ভারতীয় টেলিভিশন রিয়ালিটি শো বিগ বসের নবম আসর।[২] প্রতিবারের মতো এই আসরও সালমান খান উপস্থাপনা করেন। এটি ১১ অক্টোবর ২০১৫ হতে কালারসে প্রচারিত হয়। ২৩ জানুয়ারী ২০১৬-এ এই আসরের অন্তিম পর্ব অনুষ্ঠিত হয়।[৩][৪] প্রিন্স নারুলা এই আসরের বিজয়ী এবং রিশাব সিনহা প্রথম রানার আপ হয়।
বিগ বস | |||
| |||
তৈরি এবং প্রচার
সম্পাদনাবিগ বসের ঘরটি লোনাওয়ালা, পুনেতে অবস্থিত। এই আসরে ঘরের অংশটুকু খুব বড় পরিসরে এবং বহিঃউদ্যানের অংশটুকু ইডেনের বাগানের আদলে নিপুণভাবে সাজানো হয়।[৫] ৬ সেপ্টেম্বর ২০১৫ সালে এই আসরের প্রথম প্রচারমূলক ভিডিও প্রকাশিত হয়।[৬] প্রতি আসরের মতো এই আসরেও ঘরের মধ্যে কোন টিভি সংযোগ, টেলিফোন, ইন্টারনেট সংযোগ, ঘড়ি, কলম এবং কাগজ ছিল না।
ঘরের বাসিন্দা
সম্পাদনা১৪ জন বাসিন্দা নিয়ে প্রথমে খেলা শুরু হলেও পরবর্তীতে বেশ কিছু ওয়াইল্ড কার্ড এন্ট্রি প্রবেশ করান হয়। এই আসরে সর্বমোট ২০ জন সদস্য ঘরের ভিতর বসবাস করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Don't Keep Calm: 'tis the season of Double Trouble on Bigg Boss Nau"। Oindrilla Bhowmick। Colors TV। ২৯ সেপ্টেম্বর ২০১৫। ৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৫।
- ↑ Nayandeep Rakshit (৬ সেপ্টেম্বর ২০১৫)। "Exclusive: Here's when Bigg Boss 9 will start airing!"। Daily News and Analysis। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Salman Khan's 'wow' promo: Bigg Boss 9 is mine"। The Hindustan Times। ৬ সেপ্টেম্বর ২০১৫। ৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Salman Khan Promises Bigg Boss 9 Will be 'Double Trouble'"। NDTV। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Sneak peek inside this year's Bigg Boss house"। The Express Tribune। ৯ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৫।
- ↑ "'Bigg Boss 9' Promo Released: Host Salman Khan Hints at 'Double Trouble' Inside the House"। IBTimes। ৬ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৫।