বিএসসি ইয়াং বয়েজ

বার্নার স্পোর্ট ক্লাব ইয়াং বয়েজ (ইংরেজি: BSC Young Boys; এছাড়াও বিএসসি ইয়াং বয়েজ অথবা শুধুমাত্র ইয়াং বয়েজ নামে পরিচিত) হচ্ছে বের্ন ভিত্তিক একটি সুইস পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে সুইজারল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুইস সুপার লীগে খেলে। এই ক্লাবটি ১৮৯৮ সালের ১৪ই মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ইয়াং বয়েজ তাদের সকল হোম ম্যাচ বের্নের স্তাদ দে সুইসে-এ খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩২,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন গেরার্ডো সেওয়ানে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ওয়ার্নার মুলার। সুইস মধ্যমাঠের খেলোয়াড় ফাবিয়ান লুস্টেনবার্গার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ইয়াং বয়েজ
পূর্ণ নামবার্নার স্পোর্ট ক্লাব ইয়াং বয়েজ[]
প্রতিষ্ঠিত১৪ মার্চ ১৮৯৮; ১২৬ বছর আগে (1898-03-14)
মাঠস্তাদ দে সুইসে, বের্ন
ধারণক্ষমতা৩২,০০০
সভাপতিসুইজারল্যান্ড ওয়ার্নার মুলার
ম্যানেজারসুইজারল্যান্ড গেরার্ডো সেওয়ানে
লিগসুইস সুপার লীগ
২০১৮–১৯১ম (চ্যাম্পিয়ন)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, ইয়াং বয়েজ এপর্যন্ত ২০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১৩টি সুইস সুপার লীগ, ৬টি সুইস কাপ এবং ১টি সুইস লীগ কাপ শিরোপা রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Kontakt" (German ভাষায়)। BSC Young Boys। ৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:বিএসসি ইয়াং বয়েজ টেমপ্লেট:সুইস সুপার লীগ