বিএসসি ইয়াং বয়েজ
বার্নার স্পোর্ট ক্লাব ইয়াং বয়েজ (ইংরেজি: BSC Young Boys; এছাড়াও বিএসসি ইয়াং বয়েজ অথবা শুধুমাত্র ইয়াং বয়েজ নামে পরিচিত) হচ্ছে বের্ন ভিত্তিক একটি সুইস পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে সুইজারল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুইস সুপার লীগে খেলে। এই ক্লাবটি ১৮৯৮ সালের ১৪ই মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ইয়াং বয়েজ তাদের সকল হোম ম্যাচ বের্নের স্তাদ দে সুইসে-এ খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩২,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন গেরার্ডো সেওয়ানে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ওয়ার্নার মুলার। সুইস মধ্যমাঠের খেলোয়াড় ফাবিয়ান লুস্টেনবার্গার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | বার্নার স্পোর্ট ক্লাব ইয়াং বয়েজ[১] | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১৪ মার্চ ১৮৯৮ | ||
মাঠ | স্তাদ দে সুইসে, বের্ন | ||
ধারণক্ষমতা | ৩২,০০০ | ||
সভাপতি | ওয়ার্নার মুলার | ||
ম্যানেজার | গেরার্ডো সেওয়ানে | ||
লিগ | সুইস সুপার লীগ | ||
২০১৮–১৯ | ১ম (চ্যাম্পিয়ন) | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ঘরোয়া ফুটবলে, ইয়াং বয়েজ এপর্যন্ত ২০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১৩টি সুইস সুপার লীগ, ৬টি সুইস কাপ এবং ১টি সুইস লীগ কাপ শিরোপা রয়েছে।
অর্জন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (জার্মান)