বিএন ডাইভিং বোট হলো বাংলাদেশে নির্মাণাধীন ডাইভিং সার্পোট ভেসেল জাহাজের শ্রেণী যা বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক ব্যবহৃত হবে। এই জাহাজগুলো ইনক্যাট ক্রাউদার, অস্ট্রেলিয়া এর প্রযুক্তিগত সহায়তায় খুলনা শিপইয়ার্ডে নির্মাণ করা হচ্ছে। ইনক্যাট ক্রাউদার ৪২ মোনোহাল প্যাট্রোল ভেসেল এর উপর ভিত্তি করে নির্মাণাধীন প্রতিটি জাহাজ সামুদ্রিক এবং উপকূলীয় অঞ্চলে ডুবুরিদের অপারেশন্স এবং প্রশিক্ষণে সহায়তা করা ছাড়াও ডাইভিং ট্রিটমেন্ট ইত্যাদি নানাবিধ কার্যক্রমসহ নৌবাহিনীর সার্বিক অপারেশনাল কাজে সহযোগিতা করতে সক্ষম হবে। এছাড়াও জাহাজগুলি দুর্যোগ কালীন সময়ে উদ্ধার অভিযান পরিচালনা ও দুর্যোগ পরবর্তী ত্রাণ তৎপরতা কার্যক্রমে অংশগ্রহণ করবে।[][][][][][][][][]

শ্রেণি'র সারাংশ
নাম: বিএন ডাইভিং বোট
নির্মাতা:
ব্যবহারকারী:  বাংলাদেশ নৌবাহিনী
নির্মিত: ২০২১-বর্তমান
নির্মাণ: ৩টি
সাধারণ বৈশিষ্ট্য
প্রকার: ডাইভিং সার্পোট ভেসেল
ওজন: ≥২৬০ টন
দৈর্ঘ্য: ৩৮.৯ মিটার (১২৮ ফু)
প্রস্থ: ৯ মিটার (৩০ ফু)
ড্রাফট: ২.২ মিটার (৭.২ ফু)
গভীরতা: ৪.৫ মিটার (১৫ ফু)
প্রচালনশক্তি:
  • ২ × ১,৬০৯ অশ্বশক্তি (১,২০০ কিওয়াট) ক্যাটারপিলার ডিজেল ইঞ্জিন (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ২ × ৩৩৫ অশ্বশক্তি (২৫০ কিওয়াট) ক্যাটারপিলার জেনারেটর (মার্কিন যুক্তরাষ্ট্র)
গতিবেগ: ১৫ নট (২৮ কিমি/ঘ; ১৭ মা/ঘ)
সীমা: ১,৫০০ নটিক্যাল মাইল (১,৭০০ মা; ২,৮০০ কিমি)
নৌকা ও অবতরণ
নৈপুণ্য বহন করে:
২টি
সেন্সর এবং
কার্যপদ্ধতি:
  • ১ × র‍্যাডার;
  • ১ × হাল মাউনন্টেড মাল্টি-বিম ইকো সাউন্ডার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১ × হাল মাউনন্টেড সিঙ্গেল-বিম ইকো সাউন্ডার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১ × ডিজিপিএস রিসিভার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১ × সাউন্ড ভেলোসিটি প্রোফাইলার (যুক্তরাজ্য);
  • ১ × মাল্টিরোল ডিসপ্লে সহ নেভিগেশন র‍্যাডার (জাপান);
  • ১ × চৌম্বকীয় কম্পাস (জাপান);
  • ১ × জিপিএস রিসিভার (ফুরুনো);
  • ১ × ইকো সাউন্ডার (কোডেন);
  • ১ × রাডার অ্যাঙ্গেল ইন্ডিকেটর;
  • ১ × ভিএইচএফ সেট (আইকম);
  • ১০ × ভিএইচএফ ওয়াকিটকি সেট (আইকম/মটোরোলা)
রণসজ্জা: ৪ × সিআইএস-৫০ ১২.৭ মিমি বিমান-বিধ্বংসী মেশিনগান
টীকা:
  • ডেক ডিকম্প্রেশন চেম্বার;
  • ডাইভার লঞ্চিং এবং রিকভারি সিস্টেম (এলআরএস);
  • আন্ডারওয়াটার মেটাল ডিটেক্টর;
  • আন্ডারওয়াটার ডাইভার ট্র্যাকিং সিস্টেম;
  • আন্ডারওয়াটার ডিজিটাল ভিডিও ক্যামেরা, তারযুক্ত মনিটর;
  • ১ × এফার ২২০এম ডেক ক্রেন (ইতালি)

ইতিহাস

সম্পাদনা

সশস্ত্র বাহিনীর জন্য গৃহীত দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার দেশীয় ও বৈদেশিক উৎস থেকে সমরাস্ত্র সংগ্রহ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। সামুদ্রিক এবং উপকূলীয় অঞ্চলে ডুবুরিদের অপারেশন্স এবং প্রশিক্ষণে সহায়তা করা ছাড়াও ডাইভিং ট্রিটমেন্ট ইত্যাদি নানাবিধ কার্যক্রমসহ নৌবাহিনীর সার্বিক অপারেশনাল কাজে সহযোগিতা করতে এসকল জাহাজের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয়। এরই ধারাবাহিকতায় ৯ জুন, ২০২১ সালে বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ খুলনা শিপইয়ার্ড লিমিটেড এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর এর মধ্যকার ৩টি ডাইভিং সার্পোট ভেসেল জাহাজ নির্মাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ১০ জুন, ২০২১ সালে তৎকালীন খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী- এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি খুলনা শিপইয়ার্ড প্রাঙ্গনে এক অনুষ্ঠানে কিল লেয়িং এর মাধ্যমে নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধন অনুষ্ঠানে ফ্লোটিলা ওয়েস্টের তৎকালীন কমান্ডার কমডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, খুলনা শিপইয়ার্ডের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম শামসুল আজিজ- এনজিপি, পিএসসি-বিএন, এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির জিএমবৃন্দ ছাড়াও উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাহাজ নির্মাণে প্রয়োজনীয় নকশা ও প্রযুক্তি সরবরাহ করে ইনক্যাট ক্রাউদার, অস্ট্রেলিয়া। সেই সাথে জাহাজ সমূহের নকশা সংক্রান্ত পরামর্শদাতা হিসেবে কাজ করে দেশীয় প্রতিষ্ঠান মেরিন হাউজ লিমিটেড। এছাড়াও জাহাজ নির্মাণ কালীন সময়ে তদারকি, মান নিশ্চিতকরণ এবং প্রয়োজনে উপকরণ সরবরাহ করে দেশীয় আরেক প্রতিষ্ঠান পিয়ারলেস ভেঞ্চার লিমিটেড। সর্বশেষ ১০ ডিসেম্বর, ২০২৩ সালে ১ম জাহাজ বানৌজা ডাইভিং বোট-১ এবং ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ সালে ২য় জাহাজ বানৌজা ডাইভিং বোট-২ এর লঞ্চিং অনুষ্ঠান সম্পন্ন হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্রান্স ভিত্তিক ক্লাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভেরিটাস (বিভি) এর নীতিমালা অনুসরণ করে জাহাজসমূহ নির্মিত হচ্ছে।

বৈশিষ্ট্য ও যান্ত্রিক কাঠামো

সম্পাদনা

প্রতিটি জাহাজের প্রস্তাবিত দৈর্ঘ্য ৩৮.৯ মিটার (১২৮ ফু), প্রস্থ ৯ মিটার (৩০ ফু), গভীরতা ৪.৫ মিটার (১৫ ফু), ড্রাফট ২.২ মিটার (৭.২ ফু) পশ্চাৎ এবং সর্বোচ্চ গতিবেগ ১৫ নট (২৮ কিমি/ঘ; ১৭ মা/ঘ)। নির্মাণাধীন প্রতিটি জাহাজ ২টি ১,৬০৯ অশ্বশক্তি (১,২০০ কিওয়াট) ক্যাটারপিলার ডিজেল ইঞ্জিন সজ্জিত হবে। এছাড়াও ২টি ৩৩৫ অশ্বশক্তি (২৫০ কিওয়াট) ক্যাটারপিলার জেনারেটর যুক্ত থাকবে। সেন্সর এবং কার্যপদ্ধতি হিসেবে প্রতিটি জাহাজে থাকবে:

  • ১টি র‍্যাডার;
  • ১টি হাল মাউনন্টেড মাল্টি-বিম ইকো সাউন্ডার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১টি হাল মাউনন্টেড সিঙ্গেল-বিম ইকো সাউন্ডার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১টি ডিজিপিএস রিসিভার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১টি সাউন্ড ভেলোসিটি প্রোফাইলার (যুক্তরাজ্য);
  • ১টি মাল্টিরোল ডিসপ্লে সহ নেভিগেশন র‍্যাডার (জাপান);
  • ১টি চৌম্বকীয় কম্পাস (জাপান);
  • ১টি জিপিএস রিসিভার (ফুরুনো);
  • ১টি ইকো সাউন্ডার (কোডেন);
  • ১টি রাডার অ্যাঙ্গেল ইন্ডিকেটর;
  • ১টি ভিএইচএফ সেট (আইকম);
  • ১০টি ভিএইচএফ ওয়াকিটকি সেট (আইকম/মটোরোলা)।

রণসজ্জা

সম্পাদনা

দুর্যোগ ও শান্তি কালীন সময়ে সহায়ক ভূমিকায় নিয়োজিত এই জাহাজ সমূহে রয়েছে:

  • ৪টি সিআইএস-৫০ ১২.৭ মিমি বিমান-বিধ্বংসী মেশিনগান;
  • এছাড়াও যুদ্ধকালীন বিশেষ পরিস্থিতিতে জাহাজটিতে ৬টি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিউডব্লিউ-২ ম্যানপ্যাড মোতায়েন করা যায়।

জাহাজসমূহ

সম্পাদনা
  বাংলাদেশ নৌবাহিনী
 পরিচিতি সংখ্যা   নাম   নির্মাতা   নির্মাণ শুরু   হস্তান্তর   কমিশন   অবস্থা 
ডিবি-১ বানৌজা ডাইভিং বোট-১ খুলনা শিপইয়ার্ড ১০ জুন, ২০২১ - - নির্মাণাধীন
ডিবি-২ বানৌজা ডাইভিং বোট-২
ডিবি-৩ বানৌজা ডাইভিং বোট-৩

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ""২০০৯-২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য ও অগ্রগতি"" (পিডিএফ)প্রধানমন্ত্রীর কার্যালয়। ২০২২-১০-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৪ 
  2. "Tender Specification 3×Diving boat Bangladesh Navy (BN)" (পিডিএফ)Directorate General Defense Purchase (ইংরেজি ভাষায়)। ২০২১-১২-৩১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-৩১ 
  3. "TENDER SPECIFICATION OF DIVERS LAUNCHING AND RECOVERY SYSTEM" (পিডিএফ)Directorate General Defense Purchase (ইংরেজি ভাষায়)। ২০২২-১২-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৪ 
  4. "বাংলাদেশ নৌবাহিনীর জন্য ০৩ (তিনটি) ডাইভিং বোটের চুক্তি স্বাক্ষর -Khulna Shipyard Ltd"www.facebook.com। ২০২৩-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১২-০২ 
  5. "বাংলাদেশ নৌবাহিনীর জন্য ০৩ (তিন) টি ডাইভিং বোট এর কিল লেয়িং অনুষ্ঠান - Khulna Shipyard Ltd"www.facebook.com। ২০২৩-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১২-০২ 
  6. "03 x Diving Boat Bn – Khulna Shipyard Ltd" (ইংরেজি ভাষায়)। ২০২১-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-২৭ 
  7. "নৌবাহিনীর জন্য ৩টি ডাইভিং বোট তৈরি করছে খুলনা শিপইয়ার্ড"SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২১-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-৩০ 
  8. "নৌবাহিনীর জন্য খুলনা শিপইয়ার্ডে তৈরি হচ্ছে অত্যাধুনিক ডাইভিং বোট 13Jun.21|| Khulna shipyard"। ৭ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২২ 
  9. "Diving Support Vessel for Bangladesh Navy"Marine House (ইংরেজি ভাষায়)। ২০২২-১২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৩