বাহা পরব
(বাহা থেকে পুনর্নির্দেশিত)
বাহা পরব ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যে সাঁওতাল, হল ও অন্যান্য আদিবাসীদের দ্বারা পালিত একটি উৎসব। সাঁওতালি ও হল ভাষায় 'বাহা' মানে ফুল। বাহা পরবে (ফুল উৎসবে) পুরুষ, মহিলা ও শিশুরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়।
পালনরীতি
সম্পাদনাবাহা উৎসব সাঁওতাল বর্গের মানুষ প্রতি বছর ফাল্গুন মাসে্র দোল পূর্ণিমার পর থেকে পালন করে থাকেন। এই উৎসবে সমস্ত দেবতার থান গোবর দিয়ে নিকিয়ে রাখা হয়। পুরুষেরা দল বেঁধে শিকারে বের হন। উৎসবের শেষে নাচগান হয়। মেয়েরা নতুন ফুলে নিজেদেরকে সজ্জিত করেন। [১]:২৭১
জঙ্গল মহল উৎসবে বাহা
সম্পাদনাপ্রতি বছর জঙ্গল মহল উৎসবে আদিবাসীদের অন্যান্য পরবের সঙ্গে বাহা পরবের নৃত্যও প্রদর্শিত হয়ে থাকে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ তরুণদেব ভট্টাচার্য, পুরুলিয়া,ফার্মা কে এল প্রাইভেট লিমিটেড, ২৫৭-বি, বিপিন বিহারী গাঙ্গুলী স্ট্রিট, কলকাতা-১২, ২০০৯
- ↑ "বাহা ছাপল নৃত্যে মাতবে ঝাড়গ্রাম ষষ্ঠ জঙ্গল মহল উৎসব"। সার সাগুন পত্রিকা। ২০ জানুয়ারি ২০২০। ২৮ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২০।