বাহরাইনের রাজা
বাহরাইনের রাজা (আরবি: ملك البحرين) বাহরাইনের শাসক এবং রাষ্ট্রপ্রধান। ১৭৮৩ থেকে ১৯৭১ সালের মধ্যে, বাহরাইনি শাসকরা হাকিম উপাধি এবং ১৯৭১ থেকে ২০০২ সাল পর্যন্ত আমির উপাধি গ্রহণ করে। ২০০২ সালের ১৪ ফেব্রুয়ারি বাহরাইনের তৎকালিন আমির হামাদ বিন ইসা আল খলিফা বাহরাইনকে একটি রাজ্য এবং নিজেকে প্রথম রাজা হিসাবে ঘোষণা করেন।
বাহরাইনের রাজা | |
---|---|
ملك البحرين মালিক আল-বাহরাইন | |
দায়িত্ব | |
হামাদ বিন ঈসা আল খলিফা ৬ মার্চ ১৯৯৯ আমির হিসাবে ১৪ ফেব্রুয়ারি ২০০২ রাজা হিসাবে থেকে | |
বিস্তারিত | |
শৈলী | তাঁর মহিমা |
আপাত উত্তরাধিকারী | সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফা |
প্রথম সম্রাট/সম্রাজ্ঞী | আহমেদ ইবনে মুহাম্মদ ইবনে খলিফা (হাকিম) হামাদ বিন ঈসা আল খলিফা (রাজা) |
গঠন | ১৭৮৩ (হাকিমিয়) ১৬ আগস্ট ১৯৭১ (আমিরাত) ১৪ ফেব্রুয়ারি ২০০২ (রাজ্য) |
বাসভবন | Riffa Palace |
ওয়েবসাইট | Official website |
রাজা প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়োগ, প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব গ্রহণ, উচ্চ বিচার বিভাগীয় কাউন্সিলের সভাপতিত্ব করা, সংসদের উচ্চকক্ষে নিয়োগ এবং নির্বাচিত নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ব্যাপক ক্ষমতা ভোগ করেন।[১] (p. 15)
শাসকদের তালিকা
সম্পাদনাবাহরাইনের হাকিমগণ (১৭৮৩–১৯৭১)
সম্পাদনাহাকিমের আরবি উপাধি অনুবাদ করলে দাড়ায় হাকিম আল-বাহরাইন। হাকিম সম্মানসূচক শেখ উপাধিও ধারণ করেন।
নাম | রাজত্ব শুরু | রাজত্ব শেষ | মন্তব্য |
---|---|---|---|
শেখ আহমেদ ইবনে মুহাম্মদ ইবনে খলিফা |
১৭৮৩ | ১৭৯৬ | বাহরাইনে আক্রমণের সময় বনি উতুব গোত্রের নেতা |
শেখ শাইখ সালমান বিন আহমদ আল-খলিফা | ১৭৯৬ | ১৮২৫ | সহ-শাসক হিসাবে |
শেখ আবদুল্লাহ ইবনে আহমদ আল খলিফা |
১৭৯৬ | ১৮৪৩ | সহ-শাসক হিসাবে |
[২] শেখ খলিফা ইবনে সুলমান আল খলিফা |
১৮২৫ | ১৮৩৭ | আবদুল্লাহ ইবনে আহমদ আল খলিফার সাথে সহ-শাসক হিসাবে |
শেখ মুহাম্মদ ইবনে খলিফাহ আল খলিফা |
১৮৩৪ | ১৮৪২ | আবদুল্লাহ ইবনে আহমদ আল খলিফার সাথে সহ-শাসক হিসাবে প্রথমবার রাজত্ব |
শেখ মুহাম্মদ ইবনে খলিফাহ আল খলিফা |
১৮৪৩ | ১৮৮৭ | দ্বিতীয়বার রাজত্ব |
শেখ আলী ইবনে খলিফাহ আল খলিফা |
১৮৬৮ | ১৮৬৯ | |
শেখ মুহাম্মদ ইবনে খলিফাহ আল খলিফা |
১৮৬৯ | ১৮৬৯ | তৃতীয়বার রাজত্ব |
শেখ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল খলিফা |
সেপ্টেম্বর ১৮৬৯ | ১ ডিসেম্বর ১৮৭৭ | |
এইচএইচ শেখ ইসা ইবনে আলী আল খলিফা |
১ ডিসেম্বর ১৮৬৯ | ২৬ মে ১৯২৩ | সিংহাসন ত্যাগ করেন; ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মারা যান |
এইচএইচ শেখ হামাদ ইবনে ইসা আল খলিফা |
২৭ মে ১৯২৩ | ২০ ফেব্রুয়ারি ১৯৪২ | |
এইচএইচ শেখ সালমান বিন হামাদ আল খলিফা |
২০ ফেব্রুয়ারি ১৯৪২ | ২ নভেম্বর ১৯৬১ | |
এইচএইচ শেখ ইসা বিন সালমান আল খলিফা |
২ নভেম্বর ১৯৬১ | ১৬ আগস্ট ১৯৭১ |
বাহরাইনের আমিরগণ (১৯৭১-২০০২)
সম্পাদনাআমিরের আরবি উপাধি অনুবাদ করলে দাড়ায় আমির দওলাত আল-বাহরাইন (ইংরেজি: বাহরাইন রাজ্যের প্রধান)। আমির সম্মানসূচক শেখ উপাধিও ধারণ করেন।
নাম |
জীবনকাল |
শাসন শুরু |
শাসন শেষ |
নোট |
পরিবার |
আলোকচিত্র |
---|---|---|---|---|---|---|
এইচএইচ শেখ ইসা বিন সালমান আল খলিফা
|
৩ জুন ১৯৩১ – ৬ মার্চ ১৯৯৯ (বয়স ৬৭) | ১৬ আগস্ট ১৯৭১ | ৬ মার্চ ১৯৯৯[৩] | সালমান বিন হামাদ আল খলিফা ও মৌজা বিনতে হামাদ আল খলিফার পুত্র | খলিফা | |
এইচএইচ শেখ হামাদ বিন ঈসা আল খলিফা
|
২৮ জানুয়ারি ১৯৫০ | ৬ মার্চ ১৯৯৯ | ১৪ ফেব্রুয়ারি ২০০২ | ঈসা বিন সালমান আল খলিফা ও হেসা বিনতে সালমান আল খলিফার পুত্র | খলিফা |
বাহরাইনের রাজা (২০০২ – বর্তমান)
সম্পাদনারাজার আরবি উপাধি অনুবাদ করলে দাড়ায় মালিক আল-বাহরাইন (ইংরেজি: বাহরাইনের রাজা)। রাজা সম্মানসূচক শেখ উপাধিও ধরে রাখেন।
নাম |
জীবনকাল |
শাসন শুরু |
শাসন শেষ |
নোট |
পরিবার |
আলোকচিত্র |
---|---|---|---|---|---|---|
এইচএম রাজা হামাদ বিন ইসা আল খলিফা
|
২৮ জানুয়ারি ১৯৫০ | ১৪ ফেব্রুয়ারি ২০০২ | আরোপিত | ইসা বিন সালমান আল খলিফা ও হেসা বিনতে সালমান আল খলিফার পুত্র | খলিফা |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "(Report). Bahrain Independent Commission of Inquiry. 23 November 2011" (পিডিএফ)। BICI। ২৩ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৮।
- ↑ "bahrain3"। www.royalark.net। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০২।
- ↑ Jehl, Douglas (৭ মার্চ ১৯৯৯)। "Sheik Isa, 65, Emir of Bahrain Who Built Non-Oil Economy"। The New York Times। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৮।