বাসগো
লাদাখ, ভারতের গ্রাম
বাসগো ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলে অবস্থিত এক ঐতিহাসিক শহর।[১]
বাসগো | |
---|---|
শহর | |
জম্মু ও কাশ্মীরে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৪°১৩′ উত্তর ৭৭°১৭′ পূর্ব / ৩৪.২২° উত্তর ৭৭.২৮° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | জম্মু ও কাশ্মীর |
জেলা | লেহ |
উচ্চতা | ৩,২৯২ মিটার (১০,৮০১ ফুট) |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
অবস্থান
সম্পাদনাবাসগো ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলে লেহ জেলায় সিন্ধু নদের তীরে লেহ শহর তেকে ৪০ কিলোমিটার দূরে ৩৪°১৩′ উত্তর ৭৭°১৭′ পূর্ব / ৩৪.২২° উত্তর ৭৭.২৮° পূর্ব স্থানাঙ্কে [২] সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,২৯২ মিটার বা ১০,৮২১ ফুট উচ্চতায় অবস্থিত।
বাসগো বৌদ্ধবিহার
সম্পাদনা১৬১০ খ্রিষ্টাব্দে লাদাখের নামগ্যাল রাজবংশের রাজা জাম্যাং নামগ্যালের শাসনকালে তাঁর পুত্র সেংগে নামগ্যাল বাসগো বৌদ্ধবিহার নির্মাণ করেন। সেই বৌদ্ধবিহারে তিনি একটি ২৪ ফুট উচ্চ মৈত্রেয় মূর্তি ও লাদাখের দ্বিতীয় বৃহত্তম একটি ৩২ ফুট উচ্চ বুদ্ধ মূর্তি নির্মাণ করেন। [৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Basgo Monastery"। India9.com। সংগ্রহের তারিখ অক্টোবর ১১, ২০০৯।
- ↑ Falling Rain Genomics, Inc - Basgo
- ↑ Singh Jina, Prem (১৯৯৬)। Ladakh: the land and the people। Indus Publishing। পৃষ্ঠা 77। আইএসবিএন 81-7387-057-8।