বালা টাউন ফুটবল ক্লাব
বালা টাউন ফুটবল ক্লাব (ওয়েলশ: Clwb Pêl-droed y Bala, ইংরেজি: Bala Town Football Club; এছাড়াও বালা টাউন এফসি অথবা শুধুমাত্র বালা টাউন নামে পরিচিত) হচ্ছে বালা ভিত্তিক ওয়েলসের একটি পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে ওয়েলসের শীর্ষ স্তরের ফুটবল লীগ কেমরে প্রিমিয়ারে খেলে। এই ক্লাবটি ১৮৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বালা টাউন তাদের সকল হোম ম্যাচ বালার মাইস টেগিডে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩,০০০।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কলিন কাটন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আরওয়েল রবার্টস। ওয়েলস আক্রমণভাগের খেলোয়াড় ক্রিস ভেনাবলস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | বালা টাউন ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | লেকসাইডার (হ্রদের তীরবর্তী বাসিন্দা) | ||
প্রতিষ্ঠিত | ১৮৮০ | ||
মাঠ | মাইস টেগিড | ||
ধারণক্ষমতা | ৩,০০০ | ||
সভাপতি | আরওয়েল রবার্টস | ||
ম্যানেজার | কলিন কাটন | ||
লিগ | কেমরে প্রিমিয়ার | ||
২০১৯–২০ | ৩য় | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
ঘরোয়া ফুটবলে, বালা টাউন এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ১টি ২০১৬–১৭ ওয়েলশ কাপ শিরোপা।
অর্জন
সম্পাদনা- কেমরে প্রিমিয়ার:
- ওয়েলশ কাপ
- চ্যাম্পিয়ন (১): ২০১৬–১৭
- কেমরে প্রিমিয়ার কাপ:
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Welsh Premier profile"। ৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০।
- ↑ "Maes Tegid – The home of Bala Town"। ১৭ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)