বালা টাউন ফুটবল ক্লাব

বালা টাউন ফুটবল ক্লাব (ওয়েলশ: Clwb Pêl-droed y Bala, ইংরেজি: Bala Town Football Club; এছাড়াও বালা টাউন এফসি অথবা শুধুমাত্র বালা টাউন নামে পরিচিত) হচ্ছে বালা ভিত্তিক ওয়েলসের একটি পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে ওয়েলসের শীর্ষ স্তরের ফুটবল লীগ কেমরে প্রিমিয়ারে খেলে। এই ক্লাবটি ১৮৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বালা টাউন তাদের সকল হোম ম্যাচ বালার মাইস টেগিডে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩,০০০।[] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কলিন কাটন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আরওয়েল রবার্টস। ওয়েলস আক্রমণভাগের খেলোয়াড় ক্রিস ভেনাবলস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

বালা টাউন
পূর্ণ নামবালা টাউন ফুটবল ক্লাব
ডাকনামলেকসাইডার (হ্রদের তীরবর্তী বাসিন্দা)
প্রতিষ্ঠিত১৮৮০; ১৪৪ বছর আগে (1880)
মাঠমাইস টেগিড
ধারণক্ষমতা৩,০০০
সভাপতিওয়েলস আরওয়েল রবার্টস
ম্যানেজারওয়েলস কলিন কাটন
লিগকেমরে প্রিমিয়ার
২০১৯–২০৩য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, বালা টাউন এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ১টি ২০১৬–১৭ ওয়েলশ কাপ শিরোপা।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Welsh Premier profile"। ৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০ 
  2. "Maes Tegid – The home of Bala Town"। ১৭ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:বালা টাউন ফুটবল ক্লাব