বার কুনার জেলা
বার কুনার জেলা আফগানিস্তানের কুনার প্রদেশের উত্তর অঞ্চলে অবস্থিত একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির দক্ষিণপশ্চিমে আসাদাবাদ জেলা, উত্তর-পশ্চিমে নুরিস্তান প্রদেশ, উত্তর-পূর্বাঞ্চলের নরি জেলা এবং দক্ষিণ-পূর্বের দাঙ্গাম জেলা। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৯,৫০০ জন এর মত, যার মধ্যে প্রায় সকলই পশতুন সম্প্রদায়ের। জেলাটির কেন্দ্রীয় এলাকার নাম হচ্ছে আসমার গ্রাম (৩৫°০২′০২″ উত্তর ৭১°২১′৩০″ পূর্ব / ৩৫.০৩৩৯° উত্তর ৭১.৩৫৮৩° পূর্ব) যেটি একটি নদীর উপত্যকায় থেকে প্রায় ৯৮৩ মিটার উচ্চতায় অবস্তান করছে। এছাড়াও জেলাটি সব থেকে দক্ষিণ অঞ্চলের জেলা হিসবে পরিচিত।
জেলা পাহাড়ী অঞ্চল দ্বারা বেষ্টিত এবং চাষাবাদের জন্য যথেস্ট পরিমাণ আবাদী জমি সহজলভ্য নয়। যার ফলে এখানকার অধিকাংশ মানুষই হতদরিদ্র। বলা হয়ে থাকে যে, সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে প্রাথমিক যুদ্ধ এই জেলা থেকেই শুরু করা হয়েছিল।[১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ অক্টোবর ২০০৫ তারিখে
বহিঃসংযোগ
সম্পাদনা- এআইএমএস খেকে জেলাটির মানচিত্র ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে
আফগানিস্তানের কুনার প্রদেশ এর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |