বার্নার্ড উইড্রো
বার্নার্ড উইড্রো স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশলের অধ্যাপক।
বার্নার্ড উইড্রো | |
---|---|
জন্ম | ডিসেম্বর ২৪, ১৯২৯ |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি[১] |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | তড়িৎ প্রকৌশল |
প্রতিষ্ঠানসমূহ | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | উইলিয়াম লিনভিল |
ডক্টরেট শিক্ষার্থী |
জীবনী
সম্পাদনাউইড্রো ১৯২৯ সালে কানেকটিকাটের নরউইচে জন্মগ্রহণ করেন। তিনি এমআইটি থেকে তড়িৎ প্রকোউশলে ১৯৫১ সালে ব্যাচেলর অব সায়েন্স, ১৯৫৩ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯৫৬ সালে ডক্টর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫১ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত এমআইটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং লিঙ্কন ল্যাবরেটরী স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। ১৯৫৬ সালে এমআইটতে তড়িৎ প্রকৌশলের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৫৯ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ তড়িৎ প্রকৌশলের অধ্যাপক পদে যোগদান করেন। তার ২১টি প্যাটেন্ট রয়েছে। তার প্রকাশনার মধ্যে রয়েছে ৪টি বই, ৪টি বইয়ের অধ্যায় এবং ১৩২টি গবেষণাপত্র। [২][৩][৪][৫]
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- বেঞ্জামিন ফ্রাঙ্কলিন মেডেল (২০০১)
- আইইইই মিলেনিয়াম মেডেল (২০০০)
- সিগনাল প্রসেসিং সোসাইটি অ্যাওয়ার্ড, আইইইই (১৯৯৯)
- নিউরাল নেটওয়ার্কস পাইওনিয়ার মেডেল, আইইইই (১৯৯১)
- আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল ১৯৮৬
- Centennial Medal, আইইইই (১৯৮৪)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Widrow's Stanford web page"। Information Systems Laboratory, Electrical Engineering Department, Stanford University। ২৯ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬।
- ↑ https://profiles.stanford.edu/bernard-widrow
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ১২ জানুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ১৩ জানুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬।