বারুইপাড়া ইউনিয়ন

বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন

বারুইপাড়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ[] এটি ৪০.৭১ কিমি২ (১৫.৭২ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৯,৫৫৩ জন।[]

বারুইপাড়া
ইউনিয়ন
৫নং বারুইপাড়া ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
উপজেলাবাগেরহাট সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৪০.৭১ বর্গকিমি (১৫.৭২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৯,৫৫৩
 • জনঘনত্ব৯৭০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটbaruiparaup.bagerhat.gov.bd

গ্রামসমূহ

সম্পাদনা

বারুইপাড়া ইউনিয়ন মোট ১৯টি গ্রাম রয়েছে।

  1. বারুইপাড়া
  2. কুরশাইল
  3. আড়পাড়া
  4. উজলপুর
  5. সাহেবাহার
  6. পারকুরশাইল
  7. অযোধ্যা
  8. সোতাল
  9. ভট্টপ্রতাপ
  10. কাটাখালী
  11. আখাইনগর
  12. লাউপালা
  13. বাগদিয়া
  14. কার্তিকদিয়া
  15. কোধলা
  16. গোয়ালখালী
  17. কাফুরপুরা
  18. চিন্তিরখোর
  19. বাকপুরা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বারুইপাড়া ইউনিয়ন"বাগেরহাট সদর উপজেলার ইউনিয়ন। baruiparaup.bagerhat.gov.bd। ২০২০। 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬