বাররাহ বিনতে আব্দুল মুত্তালিব

বারহা বিনতে আবদুল মুত্তালিব ছিলেন ইসলামের নবী মুহাম্মদের ফুফু। তিনি মক্কায় জন্মগ্রহণ করে। তিনি আব্দুল মুত্তালিব ইবনে হাশিমফাতিমাহ বিন আমরের কন্যা। [][] তার আপন ভাই'রা হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আজ-জুবায়ের ইবনে আব্দুল মুত্তালিব ও আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন

তিনি দুবার বিয়ে করেছিলেন। তার প্রথম স্বামী ছিলেন আব্দুল আসাদ ইবনে হিলাল,[] কুরাইশ গোত্রের মাখজুম বংশের সদস্য। তাদের ছেলেদের নাম আবদুল্লাহ (পরে আবু সালামা নামে পরিচিতি পায়), সুফিয়ান ও আসওয়াদ। আবু সালামা ও সুফিয়ান মুসলিম হয়েছিলেন, কিন্ত আসওয়াদ মূর্তিপূজারি থেকে যান। বদর যুদ্ধে আসওয়াদ নিহত হন। []

তার দ্বিতীয় স্বামী ছিলেন কুরাইশ বংশের আমির ইবনে লুয়াইয়ি গোত্রের আবু রহম ইবনে আব্দুল উজ্জা। তাদের পুত্রের নাম ছিলো আবু সাবরা। [] বাররা একজন বহু ঈশ্বরে বিশ্বাসী হিসেবে মৃত্যুবরণ করেন।[] তার দ্বিতীয় স্বামী পরবর্তীতে মায়মুনা বিনতে আল-হারিসকে বিয়ে করেন। মায়মুনা পরবর্তীতে মুহাম্মদকে বিয়ে করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ibn Hisham note 97.
  2. ibn Saad, Muhammad (১৯৯৫)। Tabaqat vol. 8: The Women of Madina। Ta-Ha Publishers। পৃষ্ঠা 33। 
  3. ibn Saad, Muhammad (২০১৩)। Tabaqat vol. 3: The Companions of Badr। পৃষ্ঠা 183। 
  4. ibn Saad, Muhammad (১৯৯৫)। Tabaqat vol. 8: The Women of Madina। Ta-Ha Publishers। পৃষ্ঠা 385।