বায়েক ইউনিয়ন
বায়েক বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার একটি ইউনিয়ন। ২০১৮ সালে বায়েক ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়।[১]
বায়েক | |
---|---|
ইউনিয়ন | |
১০নং বায়েক ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বায়েক ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪০′৪৭″ উত্তর ৯১°১১′১৪″ পূর্ব / ২৩.৬৭৯৭২° উত্তর ৯১.১৮৭২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | কসবা উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৬০ |
আয়তন
সম্পাদনাবায়েক ইউনিয়নের আয়তন ৬,২৮২ একর (২৫.৪২ বর্গ কিলোমিটার)।[২]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বায়েক ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯,৯৭৪ জন। এর মধ্যে পুরুষ ১৪,৪৪২ জন এবং মহিলা ১৫,৫৩২ জন। মোট পরিবার ৫,৯৩২টি।[২] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,১৭৯ জন।[৩]
ইতিহাস
সম্পাদনামুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত সালদানদী তীরে অবস্থিত বায়েক ইউনিয়ন। উক্ত ইউনিয়নে মহান মুক্তিযুদ্ধের সময় এখানে অনেক মুক্তিযুদ্ধা ও নিরহ মানুষ তাদের বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে । তা ছাড়া এখানে রয়েছে দেশের রাষ্ট্রীয় প্রাকৃতিক সম্পদ গ্যাস। রয়েছে ভাষা আন্দোলনের স্মৃতি সংবলিত স্মৃতিসোধ ।
অবস্থান ও সীমানা
সম্পাদনাকসবা উপজেলার সর্ব-দক্ষিণে বায়েক ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পূর্বে কায়েমপুর ইউনিয়ন, পশ্চিমে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ও চান্দলা ইউনিয়ন, দক্ষিণে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ও ভারতের ত্রিপুরা রাজ্য এবং পূর্বে ও উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবায়েক ইউনিয়ন কসবা উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বায়েক ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮%।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাদলা সরকারী প্রথমিক বিদ্যালয়।
- গোপীনগর-বেলতলী সরকারী প্রাথমিক বিদ্যালায়।
- বেলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- খাদলা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- রাজভলভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- কোনাঘাটা চান্দঁ মিয়া ভুঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়।
- বায়েক আলহাজ্ব শাহ আলম কলেজ।
- সোনার বাংলা এডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয়।
- রাবেয়া মান্নান ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়।
- জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কাশিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- চারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- গৌরাঙ্গুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বিদ্যানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- জাকারিয়া টেকনিক্যাল স্কুল।
- শেরে বাংলা উচ্চ বিদ্যালয়।
- বালিয়াহুড়া কেকেআর কিন্ডারগোর্টেন স্কুল।
- কৈখলা ফিরোজা-মতিন কিন্ডারগোর্টেন স্কুল।
- সাঈদীয়া আব্দুল গণি নুরানি হাফেজী মাদরাসা, নয়নপুর বাজার।
- জামিয়া কারিমিয়া সিরাজুল উলূম মাদরাসা,নয়নপুর।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনারেল পথ-০৩ কিলো মিটার,
নৌ পথ: সালদা নদী, বিজনা নদী
সড়ক পথ:১০০কি:মি পাকা সড়ক
রেলপথ, সড়ক পথ ও নদী পথ
খাল ও নদী
সম্পাদনাবায়েক ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে অনেক খাল ও নদী। যা উক্ত ইউনিয়নের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। তেমনি দুটি নদী হলো সালদা নদী ও বিজনী নদী।তাছাড়া সাগরতলা খেলার মাঠের পাশ দিয়ে বয়ে চলেছে এক প্রাচীন ঐতিহ্যবাহী খাল। স্বাদু পানির এসব খাল ও নদীর মাছ স্থানীয় লোকজনের মাছের চাহিদা মেটায়।
হাট-বাজার
সম্পাদনা- নয়নপুর বাজার
- বালিয়াহুড়া বাজার
- মাদলা বাজার
- অষ্টজঙ্গল বাজার
- খাদলা বাজার
- মন্দভাগ বাজার
- সাগরতলা -হরিপুর -কোল্লাপাথর বাজার
- হাজী মার্কেট, কোল্লাপাথর
- গফুর প্লজা, দলিমূড়া
দর্শনীয় স্থান
সম্পাদনা- কোনাঘাটা মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- কোল্লাপাথর শহীদ মিনার
- সালদা গ্যাস ক্ষেত্র
- সাগরতলা খেলার মাঠ।
- সম্মুখ সমরের স্মৃতিস্তম্ভ, কৈখলা।
- বিজনানদী, বিল ও সীমান্তবর্তী পাহাড় (বালিয়াহুড়া, কাশিরামপুর ও ধূপাখোলা)।
- মাদলা কাজল চৌমুহনী
- মাদলা গফুর প্লাজা
- পুটিয়া ব্রীজ
- গোপীনগর মাদলা পিপলস পোল্ট্রি
- সোনার বাংলা উচ্চ বিদ্যালয়,মাদলা
- ফজলু মুন্সীর মাজার
জনপ্রতিনিধি
সম্পাদনা১)বিল্লাল হোসেন , চেয়ারম্যান ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদ।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিশেষ অর্জন - কসবা উপজেলা"। kasba.brahmanbaria.gov.bd। ২০২১-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৪।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |