বায়ুমণ্ডলীয় পদার্থবিজ্ঞান

বায়ুমণ্ডলীয় পদার্থবিজ্ঞান হলো বায়ুমণ্ডল সম্পর্কিত অধ্যয়নের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের প্রয়োগ। বায়ুমণ্ডলীয় পদার্থবিদরা তরল প্রবাহ সমীকরণ, বিকিরণ বিশ্লেষণ এবং বায়ুমণ্ডলে শক্তি স্থানান্তর প্রক্রিয়া ব্যবহার করে পৃথিবীর বায়ুমণ্ডল এবং অন্যান্য গ্রহের বায়ুমণ্ডলকে বিশ্লেষণ করার চেষ্টা করেন (পাশাপাশি এইগুলি কীভাবে সমুদ্রের মতো সীমানা ব্যবস্থার সাথে সংযুক্ত থাকে তা নিয়ে আলোচনা করেন)। আবহাওয়া ব্যবস্থার মডেল করার জন্য, বায়ুমণ্ডলীয় পদার্থবিদরা বিক্ষিপ্ত তত্ত্ব, তরঙ্গ প্রবাহ মডেল, মেঘ পদার্থবিদ্যা, পরিসংখ্যানিক বলবিজ্ঞান এবং স্থানিক পরিসংখ্যানের উপাদানগুলি প্রয়োগ করেন যা অত্যন্ত গাণিতিক এবং পদার্থবিদ্যার সাথে সম্পর্কিত। এটি আবহাওয়াবিদ্যা এবং জলবায়ুবিদ্যার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং এটি বায়ুমণ্ডল অধ্যয়নের জন্য বিষয়গুলোর প্রয়োগ এবং পদ্ধতি এবং দূরবর্তী সংবেদন যন্ত্রগুলি সহ তাদের সরবরাহ করা উপাত্তের ব্যাখ্যাকে সমর্থন করে। মহাকাশ যুগের শুরুতে এবং শব্দযুক্ত রকেটের প্রবর্তনের সময়, বায়ুবিদ্যা বায়ুমণ্ডলের উপরের স্তরগুলির জন্য একটি উপশাখা হয়ে ওঠে, যেখানে বিভাজন এবং আয়নিকরণ সম্পর্কিত পঠন গুরুত্বপূর্ণ।

দূর অনুধাবন

সম্পাদনা

দূর অনুধাবন বা রিমোট সেন্সিং হল লিপিবদ্ধকরণ বা বাস্তব-সময়ে অনুধাবন যন্ত্র(গুলো) ব্যবহার করে একটি বস্তু বা ঘটনার তথ্যের ছোট বা বড় আকারের আহরণ, যেখানে বস্তুর সাথে শারীরিক বা ঘনিষ্ঠ যোগাযোগে নেই (যেমন বিমান, মহাকাশযান, কৃত্রিম উপগ্রহ, বয়া বা জাহাজ হতে চিত্র গ্রহণ করা)।

বায়ুমণ্ডলীয় জোয়ার

সম্পাদনা

দিনের বেলায় জলীয় বাষ্প এবং ওজোন সৌর বিকিরণ শোষণ করার ফলে বায়ুমণ্ডল পর্যায়ক্রমে উত্তপ্ত হলে ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারে সবচেয়ে বড়-প্রশস্ততাযুক্ত বায়ুমণ্ডলীয় জোয়ার উৎপন্ন হয়। উত্পন্ন জোয়ারগুলি তখন এই উত্স অঞ্চলগুলি থেকে দূরে প্রবাহিত হতে সক্ষম হয় এবং মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারে আরোহণ করতে সক্ষম হয়। বায়ুমণ্ডলীয় জোয়ার বায়ু, তাপমাত্রা, ঘনত্ব এবং চাপের নিয়মিত ওঠানামা হতে পরিমাপ করা যায়।

বায়ুবিদ্যা

সম্পাদনা
 
ঊর্ধ্ব-বায়ুমণ্ডলীয় বজ্রপাত এবং বৈদ্যুতিক-নিঃসরণ ঘটনার প্রতিচিত্র।

বায়ুবিদ্যা হল বায়ুমণ্ডলের উপরের অঞ্চলের বিজ্ঞান যেখানে বিভাজন ও আয়নিকরণ গুরুত্বপূর্ণ। বায়ুবিদ্যা শব্দটি ১৯৬০ সালে সিডনি চ্যাপম্যান চালু করেন।[] বর্তমানে এই শব্দটি অন্যান্য গ্রহের বায়ুমণ্ডলের সংশ্লিষ্ট অঞ্চলগুলির বিজ্ঞানকেও অন্তর্ভুক্ত করে। বায়ুবিদ্যায় গবেষণার জন্য বেলুন, কৃত্রিম উপগ্রহ ও সাউন্ডিং রকেটের অভিগমন প্রয়োজন, যেগুলো বায়ুমণ্ডলের এই অঞ্চল সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে থাকে। বায়ুমণ্ডলীয় জোয়ার নিম্ন ও উচ্চ উভয় বায়ুমণ্ডলের সাথে মিথস্ক্রিয়া করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধ্যয়ন করা ঘটনাগুলির মধ্যে রয়েছে উপরের-বায়ুমণ্ডলীয় বজ্রপাত, যেমন লাল স্প্রাইটস, স্প্রাইট হ্যালোস, ব্লু জেট এবং এলভস নামে আলোকিত ঘটনা।

গবেষণা কেন্দ্রসমূহ

সম্পাদনা

যুক্তরাজ্যে বায়ুমণ্ডল সম্পর্কিয় অধ্যয়নগুলি মেট অফিস, প্রাকৃতিক পরিবেশ গবেষণা পরিষদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সুবিধা কাউন্সিল কর্তৃক পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) বিভাগগুলি বায়ুমণ্ডলীয় পদার্থবিদ্যার সাথে জড়িত গবেষণা প্রকল্প এবং আবহাওয়া মডেলিংয়ের তদারকি করে। মার্কিন জাতীয় জ্যোতির্বিদ্যা এবং আয়োনোস্ফিয়ার সেন্টার উচ্চ বায়ুমণ্ডলের গবেষণাও করে। বেলজিয়ামে দ্যা বেলজিয়ান ইনস্টিটিউট ফর স্পেস অ্যারোনোমি বায়ুমণ্ডল এবং বাইরের মহাকাশ নিয়ে অধ্যয়ন করে। ফ্রান্সে বেশ কিছু সরকারী বা বেসরকারী সংস্থা বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করছে; উদাহরণ হিসেবে মেটিও-ফ্রান্স, জাতীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের বেশ কয়েকটি পরীক্ষাগার (যেমন আইপিএসএল গ্রুপের পরীক্ষাগার) প্রভৃতি।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Andrew F. Nagy, p. 1-2 in Comparative Aeronomy, ed. by Andrew F. Nagy et al. (Springer 2008, আইএসবিএন ৯৭৮-০-৩৮৭-৮৭৮২৪-৯)

আরও পড়ুন

সম্পাদনা
  • J. V. Iribarne, H. R. Cho, Atmospheric Physics, D. Reidel Publishing Company, ১৯৮০।

বহিঃসংযোগ

সম্পাদনা