বায়ুকল (ইংরেজি: Wind Turbine) মূলত এমন একটি ঘূর্ণমান যন্ত্র, যা বাতাস থেকে শক্তির রূপান্তর ঘটায়। বাতাসের গতি কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তির ব্যবহারের মাধ্যমে বায়ুকল দিয়ে সরাসরি পানি তোলা যায়, কাঠ কাটা যায়, পাথর কাটা যায়। বায়ুকল এভাবে সরাসরি কোনো কাজে ব্যবহার করা হলে তাকে বায়ুকারখানা (Windmill) বলা হয়ে থাকে। আর যেসব বায়ুকল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে, সেগুলোকে বলা হয় বায়ুজেনারেটর, বায়ুকল জেনারেটর (WTG), বায়ুশক্তি রূপান্তরকারী (WEC), এরোজেনারেটর (aerogenerator) ইত্যাদি।

বেলজিয়ামের উত্তর সাগরে স্থাপিত বাতাসে চালিত পাখা, যেখানে ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

বায়ুকল আনুভূমিক কিংবা উল্লম্ব, যেকোনো রকমের হতে পারে। তবে আনুভূমিক ঘূর্ণনক্ষম বায়ুকলই বেশি ব্যবহৃত হতে দেখা যায়।[]

 
চলমান অবস্থায় তিনটি সাধারণ ধারার আনুভূমিক (HAWT) এবং উল্লম্ব (VAWT) বায়ুকল।

আনুভূমিক বায়ুকল

সম্পাদনা

আনুভূমিক বায়ুকলে (Horizontal Axis Wind Turbine: HAWT) বিদ্যুৎ উৎপাদী জেনারেটর এবং রোটর শ্যাফ্‌ট, টাওয়ারের চূড়ায় বসানো থাকে বাতাসের দিকে মুখ করে। এজাতীয় বায়ুকলই বায়ুকলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং পুরোন।

উল্লম্ব বায়ুকল

সম্পাদনা

উল্লম্ব বায়ুকলে (Vertical Axis Wind Turbine: VAWT) বিদ্যুৎ উৎপাদী জেনারেটর থাকে আকাশের দিকে মুখ করে এবং রোটর শ্যাফ্‌ট থাকে টাওয়ারের মতোই লম্বালম্বি। এজাতীয় বায়ুকলের মূল সুবিধা হলো এগুলোকে বাতাসের দিকে মুখ করে থাকতে হয় না।

রেকর্ডধারীদের গ্যালারি

সম্পাদনা


 
নেদারল্যান্ডসের কিন্ডারডিজক গ্রামে কিন্ডারডিজকের উইন্ডমিলগুলি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান

বায়ুকল উইন্ডমিল হল এমন একটি কাঠামো যা পাল বা ব্লেড নামক ভ্যান ব্যবহার করে বায়ু শক্তিকে ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত করে। শব্দটি উইন্ডপাম্প, উইন্ড টারবাইন ও অন্যান্য অ্যাপ্লিকেশনের জন্যও প্রসারিত হয়, ইংরেজি বলার কিছু অংশে। বিশ্ব বায়ু ইঞ্জিন শব্দটি কখনও কখনও এই জাতীয় ডিভাইসগুলিকে বর্ণনা করতে ব্যবহৃত হয়। []

উচ্চ মধ্যযুগ এবং প্রাথমিক আধুনিক যুগ জুড়ে উইন্ডমিল ব্যবহার করা হত; অনুভূমিক বা প্যানেমোন উইন্ডমিল প্রথম 9ম শতাব্দীতে পারস্যে আবির্ভূত হয়েছিল এবং 12 শতকে উত্তর- পশ্চিম ইউরোপে উল্লম্ব উইন্ডমিল প্রথম আবির্ভূত হয়েছিল। [] [] ডাচ সংস্কৃতির একটি আইকন হিসাবে বিবেচিত, [] বর্তমানে নেদারল্যান্ডসে প্রায় 1,000টি বায়ুকল রয়েছে। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "উইন্ড এনার্জি বেসিক্‌স"। আমেরিকান উইন্ড এনার্জি এসোসিয়েশন। ২৩ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০০৯ 
  2. "Windmill"। Merriam-webster.com। ৩১ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৩  "a mill or machine operated by the wind usually acting on oblique vanes or sails that radiate from a horizontal shaft, especially: (a) wind-driven water pump or electric generator, (b) the wind-driven wheel of a windmill".
  3. Glick, Thomas F., Steven Livesey, and Faith Wallis. Medieval science, technology, and medicine: an encyclopedia. Routledge, 2014, 519.
  4. Geography, Landscape and Mills. Pennsylvania State University.
  5. Ahmed, Shamim (১০ জুলাই ২০১৫)। "Amsterdam  • Venice of the North"theindependentbd.com। The Independent। ১৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২ 
  6. "The Dutch windmill making artisanal bread"। BBC। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা