বাব আল-ইসলাম মসজিদ
পেরুতে অবস্থিত মসজিদ
(বাবে আল ইসলাম মসজিদ থেকে পুনর্নির্দেশিত)
বাব আল-ইসলাম মসজিদ দক্ষিণ পেরুর তাকনা শহরের দক্ষিণ প্রবেশপথে অবস্থিত একটি মসজিদ। যদিও পেরুতে অন্যান্য মসজিদ রয়েছে, তবে এটিই একমাত্র পেরুর ইসলামী স্থাপত্যের উদাহরণ। এটি এই অঞ্চলের বৃহত্তম মসজিদ। মসজিদে স্পেনীয় এবং আরবি উভয় ভাষাতেই প্রার্থনা করা হয়।[১]
বাব আল-ইসলাম মসজিদ | |
---|---|
Mezquita Bab al-Islam باب الاسلام مسجد | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
শাখা/ঐতিহ্য | সুন্নি |
নেতৃত্ব | মুসলিম সমিতি পাকিস্তান |
অবস্থান | |
অবস্থান | সান পেদ্রো দি তাকনা |
দেশ | পেরু |
স্থানাঙ্ক | ১৮°১′১১.৫″ দক্ষিণ ৭০°১৫′২৪.৫″ পশ্চিম / ১৮.০১৯৮৬১° দক্ষিণ ৭০.২৫৬৮০৬° পশ্চিম |
স্থাপত্য | |
সম্পূর্ণ হয় | ২০০০ |
ইতিহাস
সম্পাদনামসজিদটি ১৯৯০-এর দশকে পেরুতে আসা পাকিস্তানি বণিকদের একটি গ্রুপ দ্বারা নির্মিত হয়, সেইসব বণিকরা রাষ্ট্রপতি আলবার্তো ফুজিমোরির অনুমতি নিয়ে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্যবহৃত গাড়ি আমদানি করতেন। টাকনায় পাকিস্তানি সম্প্রদায় ১৯৯৫ সালের মধ্যে ৯৫ জন থেকে বৃদ্ধি পেয়ে ২০ শতকের শেষের দিকে ৫০০ জনে উন্নীত হয়। মসজিদের কমপ্লেক্সটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়, এবং ২০০৮ সালে নির্মাণ কাজ শেষ হয়। মোহাম্মদ উসমান ২০১৫ সালে ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ইসলামি বুলেটিন, পেরু ভ্রমণ, সংখ্যা ১৪ (ইংরেজি)
- ↑ "La vida musulmana en la ciudad heroica" [বীর নগরীতে মুসলিম জীবন] (স্পেনীয় ভাষায়)। ২২ ফেব্রুয়ারি ২০১৫।