বানৌজা ওমর ফারুক (২০২০)

বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট
(বানৌজা ওমর ফারুক (২০১৯) থেকে পুনর্নির্দেশিত)

বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (সংক্ষেপেঃ বানৌজা) ওমর ফারুক বাংলাদেশ নৌবাহিনীর একটি টাইপ ০৫৩এইচ৩ ফ্রিগেট। যা ইতোপূর্বে চীনের সশস্ত্র বাহিনী 'পিপলস লিবারেশন আর্মি নেভি'র' 'ইস্টার্ন থিয়েটার কমান্ড' কর্তৃক ব্যবহৃত দ্বিতীয় প্রজন্মের ফ্রিগেট। ফ্রিগেটটি চীনের সাংহাইয়ে অবস্থিত জিয়াঙ্গান পোতাঙ্গনে নির্মিত। এর পূর্ব নাম লিয়ানইয়ুঙ্গাং (হাল ৫২২)।[] এটা বাংলাদেশ নৌবাহিনীর ১০টি ফ্রিগেটের মধ্যে সপ্তম সংযোজন। ফ্রিগেটটি বাংলাদেশ সরকারের 'ফোর্সেস গোল' ২০৩০ -এর আওতায় নৌবাহিনীর ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির জন্য নৌবহরে সংযোজন করা হয়েছে।[][][][]

মংলা বন্দরে নোঙ্গর ফেলা অবস্থায় বানৌজা ওমর ফারুক
ইতিহাস
বাংলাদেশ
নাম: বানৌজা ওমর ফারুক
নির্মাণাদেশ: জুন, ২০১৮
নির্মাতা: হুডং পোতাঙ্গন, সাংহাই
অভিষেক: অক্টোবর, ১৯৯৭
অর্জন: ১৮ ডিসেম্বর, ২০১৯
কমিশন লাভ: ৫ নভেম্বর, ২০২০
শনাক্তকরণ: এফ১৬
অবস্থা: সক্রিয়
সাধারণ বৈশিষ্ট্য
প্রকার ও শ্রেণী: বিবর্তিত টাইপ ০৫৩এইচ৩ ফ্রিগেট
ওজন:
  • ২২৫০ টন (ফাঁকা অবস্থায়)
  • ২৩৯৩ টন (পূর্ণ)
দৈর্ঘ্য: ১১২ মি (৩৬৭.৫ ফু)
প্রস্থ: ১২.৪ মি (৪০.৭ ফু)
ড্রাফট: ৪.৩ মি (১৪.১ ফু)
প্রচালনশক্তি:
  • ৪ x হুডং-ঝংহুয়া ১৮ই৩৯০ভিএ ১২,০০০ অশ্বশক্তি (৮,৯০০ কিওয়াট) কম্বাইন্ড ডিজেল এন্ড ডিজেল ইঞ্জিন (গণচীন);
  • ২ শ্যাফট
গতিবেগ: ২৫ নট (৪৬ কিমি/ঘ; ২৯ মা/ঘ)
সীমা: ৫,০০০ মা (৮,০০০ কিমি), ১৫ থেকে ১৬ নট (২৮ থেকে ৩০ কিমি/ঘ) গতিতে
লোকবল: ১৬৮ জন (৩০ জন কর্মকর্তা)
সেন্সর এবং
কার্যপদ্ধতি:
  • টাইপ ৩৬০ (এসআর ৬০) সমুদ্রপৃষ্ঠ অনুসন্ধান র‍্যাডার , ই/এফ ব্যান্ড
  • টাইপ ৫১৭এইচ-১ (নাইফ রেস্ট) দ্বিমাত্রিক দূরপাল্লার আকাশ অনুসন্ধান র‍্যাডার, এ ব্যান্ড
  • টাইপ ৩৪৫ (এমআর ৩৫) এফএম-৯০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও ১০০ মিমি কামান নিয়ন্ত্রণ র‍্যাডার, জে ব্যান্ড
  • টাইপ ৩৫২ (স্কয়ার টাই) সমুদ্রপৃষ্ঠ অনুসন্ধান এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ র‍্যাডার, আই-ব্যান্ড
  • ২ × টাইপ ৩৪৭জি/ইএফআর-১ (রাইস ল্যাম্প) দ্বৈত ৩৭ মিমি বিমান-বিধ্বংসী কামান নিয়ন্ত্রণ র‍্যাডার, আই-ব্যান্ড
  • ২ × "ডেকা রাডার আরএম-১২৯০" নৌচালনা র‍্যাডার, আই-ব্যান্ড,
  • ১ × এস-০৭এইচ বো-মাউন্টেড মিডিয়াম ফ্রিকোয়েন্সি সোনার
যান্ত্রিক যুদ্ধাস্ত্র
ও ফাঁদ:
  • ডাটা লিংকঃ এইচ এন-৯০০
  • সংযুক্ত যোগাযোগ উপগ্রহ: এসএনটিআই-২৪০(স্যাটকম)
  • কমব্যাট ডাটা সিস্টেমঃ জেডকেজে-৩সি
  • আরডাব্লিউডি-৮ (জগ পেয়ার) ইন্টারসেপ্ট
  • টাইপ ৯৮১-৩ ইডাব্লিউ জ্যামার
  • এসআর-২১০ র‍্যাডার ওয়ার্নিং রিসিভার
  • টাইপ ৬৫১এ আইএফএফ
রণসজ্জা:
  • ২ × "৪ সি-৮০২" জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র
  • ১ × "৮ এফএম-৯০" জাহাজ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য (আকাশ প্রতিরক্ষা) ক্ষেপণাস্ত্র
  • ১ × "পিজে ৩৩এ দ্বৈত ১০০ মিমি" নেভাল কামান
  • ৪ × টাইপ "৭৬ দ্বৈত ৩৭ মিমি এএ গান" বিমান-বিধ্বংসী কামান
  • ২ × ৬-টিউব "টাইপ ৩২০০ এএসডাব্লিউ" ডুবোজাহাজ-বিধ্বংসী রকেট লঞ্চার
  • ২ × ডেপথ চার্জ র‍্যাকস
  • ২ × টাইপ ৯৪৬/পিজে-৪৬ ১৫ ব্যারেল ডিকয় রকেট লঞ্চার
বিমান বহন: অগাস্টা ওয়েস্টল্যান্ড এডাব্লিউ ১০৯ কপ্টার
বিমানচালানর সুবিধাসমূহ: হ্যাঙ্গার

ইতিহাস

সম্পাদনা

টাইপ ০৫৩এইচ৩ এই ফ্রিগেটটি ১৯৯৮ সালে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি'র পূর্ব সাগর নৌবহরে 'লিয়ানইয়ুঙ্গাং' নামে যুক্ত হয়। ২০১৯ সালে 'পুতিয়ান' নামে আরেকটি ফ্রিগেট সহ এই ফ্রিগেটটিকে বিমুক্ত করে এবং সংস্কার করতে জিয়াঙ্গান পোতাঙ্গনে পাঠায়। জুন ২০১৮-তে বাংলাদেশ নৌবাহিনী চীন হতে দুইটি ফ্রিগেট ক্রয়ের চুক্তি করে। চুক্তি অনুযায়ী 'লিয়ানইয়ুঙ্গাং' ও 'পুতিয়ান' ফ্রিগেট সংস্কার করে ১৮ ডিসেম্বর, ২০১৯ তারিখে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।[][][] বাংলাদেশ নৌবাহিনী সংস্কারকৃত 'লিয়ানইয়ুঙ্গাং' ও 'পুতিয়ান'-এর নাম পরিবর্তন করে বানৌজা ওমর ফারুকবানৌজা আবু উবাইদাহ রাখে। ২৩ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমরযান দুইটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে[] চীনের জানজিয়াং বন্দর ও মালয়েশিয়ার ক্লাং বন্দর হয়ে প্রায় ৮ হাজার কিলোমিটার সমদ্রপথ পাড়ি দিয়ে ৯ জানুয়ারি,২০২০ তারিখে নৌবাহিনীর মংলা পোতাশ্রয়ে নোঙ্গর করে।[] ৫ নভেম্বর, ২০২০-এ জাহাজটি নৌবহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়।[১০][১১]

বৈশিষ্ট্য ও যান্ত্রিক কাঠামো

সম্পাদনা

ফ্রিগেটটি দৈর্ঘ্যে ১১২ মিটার এবং প্রস্থে ১২.৪ মিটার যা ঘন্টায় সর্বোচ্চ ২৪ নটিক্যাল মাইল গতিতে পরিভ্রমণ প্রাথমিক যোগ্যতা সম্পন্ন ছিল।[][][][] কমিশন লাভের সময় জাহাজটির গতিবেগ ২৫ নটিক্যাল মাইলে উন্নীত করা হয়।[১২] ফাঁকা অবস্থায় এর ওজন ২২৫০ টন। লোকবল ছাড়া পূর্ণ সমরসজ্জাসহ এর ফ্রিগেটটি ২৩৯৩ টন ভর বহন করতে পারে। এতে ২ শ্যাফট বিশিষ্ট প্রপেলার রয়েছে। 'কম্বাইন্ড ডিজেল এন্ড ডিজেল' ইঞ্জিনের মাধ্যমে এর প্রচালন শক্তি উৎপন্ন হয়। এছাড়াও এতে অত্যাধুনিক সারভাইলেন্স র‍্যাডার, অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা, গোলানিক্ষেপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সাবমেরিন বিধ্বংসী রকেট, র‍্যাডার জ্যামিং ব্যবস্থা রয়েছে।[] ফ্রিগেটটি একটি 'অগাস্টা ওয়েস্টল্যান্ড এডাব্লিউ ১০৯' হেলিকপ্টার বহন করতে পারে।

রণসজ্জা

সম্পাদনা

ফ্রিগেটটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন কামান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সহ নানাবিধ অস্ত্র ও সামরিক প্রযুক্তিতে সজ্জিত। ফ্রিগেটটির রণসজ্জায় নিম্নোক্ত সমরাস্ত্র রয়েছে-[]

  • ২টি ৪ কোষ বিশিষ্ট ৮টি সি-৮০২ ক্ষেপণাস্ত্র। জাহাজ থেকে শত্রু জাহাজে বা ভূমিতে নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্র ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
  • ২টি ১৫ ব্যারেল বিশিষ্ট 'টাইপ ৯৪৬/পিজে-৪৬' ডিকয় রকেট লঞ্চার যা শত্রু নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সক্ষমতা রাখে।
  • ৮ কোষ বিশিষ্ট ১টি এফএম-৯০ ক্ষেপণাস্ত্র। যা জাহাজ বা ভূমি থেকে আকাশে থাকা শত্রু বিমানে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র।
  • ১টি 'পিজে ৩৩এ দ্বৈত ১০০ মিমি নেভাল গান' বা কামান যা সমুদ্র তটবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কার্যকর কামান।
  • ৪টি 'টাইপ ৭৬ দ্বৈত ৩৭ মিমি এএ গান' বা কামান যা সমুদ্র তটবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কার্যকর কামান।
  • ২টি ৬টিউব বিশিষ্ট 'টাইপ ৩২০০ এএসডাব্লিউ' রকেট লাঞ্চার ও
  • ২টি 'ডেপথ চার্জ র‍্যাকস' যা নিমজ্জিত সাবমেরিনে আঘাত করতে পারে।

অভিযান ও মহড়া

সম্পাদনা

বানৌজা ওমর ফারুক ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ৪৬ দেশের নৌবাহিনীর সমন্বিত আন্তর্জাতিক নৌ মহড়া ‘এক্স মিলান ২০২২’-এ বাংলাদেশের প্রতিনিধি ছিল।[১৩][১৪]

০৫৩এইচ৩ শ্রেণীর ফ্রিগেট 'জিয়াজিং' (হাল নম্বর ৫২১), বর্তমানে 'বানৌজা আবু উবাইদাহ'। জাহাজটি 'বানৌজা ওমর ফারুক'-এর প্রতিরূপ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bangladesh Navy receives two Chinese frigates"চায়না মিলিটারি (ইংরেজি)। ২০১৯-১২-২০। ২০১৯-১২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৩ 
  2. "মোংলায় নৌ-বাহিনীতে 'ওমর ফারুক-আবু উবায়দাহ'"সময় টিভি। ২০২০-০১-০৯। ২০২০-০৩-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৫ 
  3. "মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বানৌজা এর কমিশনিং অনুষ্ঠানে অংশগ্রহণ"। ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৩ 
  4. "Five Bangladesh Navy Ship commissioning audio visual"। ৩১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৩ 
  5. "TENDER SPECIFICATION OF SPARE PARTS FOR MAIN ENGINE (BRAND: HUDONG) - BNS UMAR FAROOQ" (পিডিএফ)Directorate General of Defence Purchase (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৭-২৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৮ 
  6. "China hands over two ex-PLAN frigates to Bangladesh Navy"www.janes.com। ২০২০-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৩ 
  7. "Bangladesh Navy receives two Chinese frigates"www.navyrecognition.com। ২০১৯-১২-২০। ২০২০-০৫-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৩ 
  8. "বাংলাদেশের উদ্দেশ্যে চীনের সাংহাই বন্দর ত্যাগ করেছে নৌবাহিনীর জাহাজ ওমর ফারুক এবং আবু উবাইদাহ"আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ২০১৯-১২-২৩। ২০২০-০৫-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৩ 
  9. "গণচীন হতে দেশে পৌঁছেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'ওমর ফারুক' ও 'আবু উবাইদাহ'"আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ২০২০-০১-০৯। ২০২০-০৫-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৩ 
  10. "প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীর নতুন পাঁচটি আধুনিক জাহাজ কমিশনিং করেন…"প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ। ২০২০-১১-০৫। ২০২০-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-১১ 
  11. "নৌবাহিনীতে যুক্ত হলো আধুনিক ৫ জাহাজ"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২০-১১-০৫। ২০২০-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-১১ 
  12. "নৌবাহিনীর নতুন তিনটি আধুনিক যুদ্ধজাহাজ 'ওমর ফারুক', 'আবু উবাইদাহ', 'প্রত্যাশা', এবং দুইটি জরিপ জাহাজ 'দর্শক'এবং 'তল্লাশী'এর কমিশনিং করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা"আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ২০২০-১১-০৫। ২০২২-০৭-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৭ 
  13. হাসান, মাহমুদ (২০২২-০২-২২)। "আন্তর্জাতিক নৌ-মহড়া: মোংলা ছাড়ল বানৌজা ওমর ফারুক"সময় টিভি। ২০২২-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৭ 
  14. "দেশে ফিরেছে বানৌজা 'ওমর ফারুক'"কালের কন্ঠ। ২০২২-০৩-০৭। ২০২২-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা