বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার একটি ইউনিয়ন
বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
বানিয়াচং দক্ষিণ পশ্চিম | |
---|---|
ইউনিয়ন | |
৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২৯′২০.০০০″ উত্তর ৯১°২০′২৪.০০০″ পূর্ব / ২৪.৪৮৮৮৮৮৮৯° উত্তর ৯১.৩৪০০০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | হবিগঞ্জ জেলা |
উপজেলা | বানিয়াচং উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ রেখাছ মিয়া |
আয়তন | |
• মোট | ২,৪৪৮ হেক্টর (৬,০৪৯ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ২৪,৪৬৪ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৩৬ ১১ ২৫ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাবৃহত্তর বানিয়াচং গ্রাম যে চারটি ইউনিয়ন নিয়ে গঠিত, তার মধ্যে অন্য একটি ইউনিয়ন বানিয়াচং দক্ষিন পশ্চিম। বানিয়াচং দক্ষিন পশ্চিম ইউনিয়নের উত্তর দিকে অবস্থিত বানিয়াচং উত্তর পূর্ব ও বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়ন, পূর্ব দিকে অবস্থিত বানিয়াচং দক্ষিন পূর্ব ইউনিয়ন, দক্ষিন দিকে অবস্থিত মুরাদপুর, সুবিদপুর ও মন্দরী ইউনিয়ন এবং পশ্চিম দিকে অবস্থিত আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন।
ইতিহাস
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনাআয়তন ও জনসংখ্যা
সম্পাদনাশিক্ষা
সম্পাদনাশিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান
দর্শনীয় স্থান
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- মোঃ রেখাছ মিয়া
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | মোহাম্মদ আলী মমিন | |
০২ | আবুল কালাম | |
০৩ | মোহাম্মদ আলী মমিন | |
০৪ | ইকবাল হোসেন খান | |
০৫ | তফজ্জুল হোসেন (ভারপ্রাপ্ত) | |
০৬ | আজমল হোসেন খান | |
০৭ | মোঃ রেখাছ মিয়া |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "বানিয়াচং উপজেলা"। বাংলাপিডিয়া। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |