বাঞ্জুল
বাঞ্জুল (ইউকে: /bænˈdʒuːl/,[২] ইউএস: /ˈbɑːndʒuːl/),[৩] আনুষ্ঠানিকভাবে সিটি অব বাঞ্জুল এবং পূর্বে বাথুর্স্ট নামে পরিচিত, গাম্বিয়ার রাজধানী এবং চতুর্থ বৃহত্তম শহর। এটি গাম্বিয়ার একটি অভিজাত প্রশাসনিক বিভাগের কেন্দ্রবিন্দু যেখানে আনুমানিক ৪০০,০০০ বাসিন্দা রয়েছে। এটি গাম্বিয়ার বৃহত্তম ও ঘনবসতিযুক্ত মহানগর অঞ্চল। বাঞ্জুল সেন্ট মেরি দ্বীপে (বাঞ্জুল দ্বীপ) অবস্থিত যেখানে গাম্বিয়া নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। ২০১৩ সালের আদমশুমারি অনুযায়ী বৃহত্তর বাঞ্জুল অঞ্চলসহ নগরীর যথাযথ জনসংখ্যা ৩১৩০১, এরমধ্যে বাঞ্জুল শহর এবং কনিফিং পৌর কাউন্সিল অন্তর্ভুক্ত রয়েছে, যার জনসংখ্যা ৪১৩,৩৯৭। [৪] এই দ্বীপটি পশ্চিমে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত এবং বাকী বৃহত্তর বাঞ্জুল অংশটি অনেক সেতুর সমন্বয়ে মূল ভূখণ্ডের সাথে যুক্ত। এছাড়া অনেকে ফেরি রয়েছে যেগুলো নদীর ওপারে বাঞ্জুলকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে।
বাঞ্জুল | |
---|---|
শহর | |
গাম্বিয়ায় বাঞ্জুলের অবস্থান | |
স্থানাঙ্ক: ১৩°২৭′১১″ উত্তর ১৬°৩৪′৩৯″ পশ্চিম / ১৩.৪৫৩০৬° উত্তর ১৬.৫৭৭৫০° পশ্চিম | |
দেশ | গাম্বিয়া |
বিভাগ | বাঞ্জুল |
প্রতিষ্ঠিত | ১৮১৬ |
সরকার | |
• মেয়র | রুহি মালিক লুই |
আয়তন | |
• শহর | ১২ বর্গকিমি (৫ বর্গমাইল) |
• পৌর এলাকা | ৯৩ বর্গকিমি (৩৬ বর্গমাইল) |
উচ্চতা | ০ মিটার (০ ফুট) |
জনসংখ্যা (২০১৩ আদমশুমারি) | |
• শহর | ৩১,৩০১ |
• জনঘনত্ব | ২,৬০০/বর্গকিমি (৬,৮০০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৪,১৩,৩৯৭ |
• পৌর এলাকার জনঘনত্ব | ৪,৪০০/বর্গকিমি (১২,০০০/বর্গমাইল) |
এইচডিআই (২০১৭) | 0.552[১] medium |
নামকরণ
সম্পাদনামান্ডের জনগোষ্ঠী থেকে বাঞ্জুল অঞ্চলটির নামকরণ করা হয়েছে। তারা এ দ্বীপে বিশেষ ধরনের তন্তু সংগ্রহ করতেন যা দড়ি তৈরিতে ব্যবহৃত হত। মানডিঙ্কা ভাষায় ব্যাং জুলু হল তন্তুর তৈরি দড়ির স্থানীয় নাম।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab"। hdi.globaldatalab.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৩।
- ↑ "Banjul"। Collins English Dictionary। HarperCollins। এপ্রিল ১২, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১২, ২০১৯।
- ↑ "Banjul"। মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ এপ্রিল ১২, ২০১৯।
- ↑ "The Gambia 2013 Population and Housing Census Preliminary Results" (পিডিএফ)। Gambia Bureau of Statistics। ২০১৮-০৭-১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৭।