বাঙালী বাবু
অঞ্জন চৌধুরী পরিচালিত ২০০২-এর চলচ্চিত্র
বাঙালী বাবু ২০০২ এর একটি বাংলা চলচ্চিত্র যা ভারতীয় চলচ্চিত্র পরিচালক অঞ্জন চৌধুরী পরিচালিত এবং নারায়ণ রায় প্রযোজিত। এটি অ্যাকশনে ভরপুর চলচ্চিত্র।[তথ্যসূত্র প্রয়োজন]
বাঙালী বাবু | |
---|---|
পরিচালক | অঞ্জন চৌধুরী |
প্রযোজক | অজয় জিন্দাল আনন্দ পোদ্দার |
রচয়িতা | অঞ্জন চৌধুরী |
শ্রেষ্ঠাংশে | মিঠুন চক্রবর্তী রূপা গাঙ্গুলি রঞ্জিত মল্লিক দীপঙ্কর দে |
বর্ণনাকারী | অঞ্জন চৌধুরী |
সুরকার | বিদ্যুৎ গোস্বামী |
চিত্রগ্রাহক | শ্যামল ব্যানার্জী |
মুক্তি | ২০০২ |
স্থিতিকাল | ১০১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
পটভূমি
সম্পাদনামিঠুন চক্রবর্তী বাঙ্গালী বাবুর চরিত্রে অভিনয় করেছেন। তাকে প্রথমে রাস্তায় পেয়ে একজন পুলিশ (রঞ্জিত মল্লিক) উদ্ধার করে। জানা গেল যে তিনি অনাথ[তথ্যসূত্র প্রয়োজন]। পরে তিনি গোবরডাঙার বস্তিতে এক অবাঙালি শ্রমজীবী দম্পতির (বিশ্বজিৎ চক্রবর্তী এবং অনামিকা সাহা) ঘরে বড় হন। তিনি ভুলভাবে বেড়ে উঠলেও বস্তির মানুষের কাছে মানবিক হিসেবে পরিচিত হন এবং সামাজিক কাজ করেন এবং লোকেদের অনেক সাহায্য করেন। কিন্তু, জীবন এখনও তার জন্য অনেক কিছু বাকি রেখেছে। একদল গুন্ডাদের ব্যবহৃত অস্ত্র দ্বারা তিনি যখন মাথায় আঘাত পান, তখন তাঁর জীবন পরিবর্তন হতে শুরু করে।
অভিনয়
সম্পাদনা- বাঙালি বাবু চরিত্রে মিঠুন চক্রবর্তী
- রূপা গঙ্গোপাধ্যায়
- রঞ্জিত মল্লিক
- দীপঙ্কর দে
- বিপ্লব চ্যাটার্জি
- বিশ্বজিৎ চক্রবর্তী
- অনামিকা সাহা
- তাপস পাল
- চুমকি চৌধুরী
- পরাণ বন্দ্যোপাধ্যায়
- রমাপ্রসাদ বণিক
তথ্যসূত্র
সম্পাদনা
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে বাঙালী বাবু (ইংরেজি)