বাঙলা (চলচ্চিত্র)
বাঙলা ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত শহীদুল ইসলাম খোকন পরিচালিত একটি বাংলাদেশী চলচ্চিত্র।[১] বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আহমেদ ছফা রচিত বিখ্যাত উপন্যাস ওঙ্কার' অবলম্বনে এই চলচ্চিত্রটি রচিত হয়। চলচ্চিত্রটিতে এক বাক প্রতিবন্ধী মেয়ের জীবনের গল্প এবং সেসময় পূর্ব বাংলার সামাজিক প্রেক্ষাপট ও পাকিস্তানি দোসরদের শোষণের কথা তুলে ধরা হয়েছে।[২] এতে মূল চরিত্রে অভিনয় করেছে শাবনূর। মাহফুজ আহমেদ ও হুমায়ুন ফরিদী যথাক্রমে তার স্বামী ও বাবার চরিত্রে অভিনয় করেন।
বাঙলা | |
---|---|
পরিচালক | শহীদুল ইসলাম খোকন |
প্রযোজক | শরিফ আহমেদ টুটুল |
রচয়িতা | গোলাম মোস্তফা শিমুল (সংলাপ) |
চিত্রনাট্যকার | গোলাম মোস্তফা শিমুল |
উৎস | আহমেদ ছফা কর্তৃক ওঙ্কার |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | মিল্টন খন্দকার এস এম খালেদ |
চিত্রগ্রাহক | হাসান আহমেদ |
সম্পাদক | ফজলে হক |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | বেঙ্গল এন্টারপ্রাইজ |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনা১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যখন এদেশের কোটি জনতা রাজপথে নেমেছে তখন সুখী (শাবনূর) মিছিলের আওয়াজ শুনতে পেলেই ঘরের জানালায় ছুটে যায়।[৩] সেও সবার সাথে সমস্বরে চিৎকার করতে চায়, কিন্তু পারে না। কেননা সে কথা বলতে পারে না। বাড়ির সবার অলক্ষ্যে সে চেষ্টা করে কথা বলার। নানারকম কলাকৌশলেও সুখীর গলা দিয়ে আওয়াজ বের হয় না। চলচ্চিত্রের একদম শেষের দিকে সুখীর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সুখী বহু কষ্টে নিজের গলা চেপে ধরে একটি মাত্র আওয়াজ করতে পারে - সেটি হলো ‘বাঙলা’। বাঙলা বলার পরেই, সেসময়ই মৃত্যু তার হয়।[৪]
কুশীলব
সম্পাদনা- শাবনূর -সুখী
- মাহফুজ আহমেদ -সুখীর স্বামী
- হুমায়ূন ফরীদি - কানা মোক্তার (সুখীর বাবা)
- ওয়াহিদা মল্লিক জলি
- ফখরুল ইসলাম
- উপমা
- মনীষা
- আহসানুল হক মিনু
- মিল্টন খন্দকার
- আরজুমান্দ আরা বকুল
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, নিজস্ব। "ভাষা আন্দোলন নিয়ে ছবি হয়েছে কম"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আহমদ ছফা প্রতিবাদী সাহিত্যিক"। দৈনিক নয়া দিগন্ত। ২০২১-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৮।
- ↑ "দ্বৈরথঃ'ওঙ্কার-বাঙলা' আহমদ ছফা ও শহীদুল ইসলাম খোকন"। আমরা বন্ধু। ২০২১-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৮।
- ↑ "৬৯ বছরে একুশের মাত্র তিনটি ছবি"। বাংলাদেশ প্রতিদিন। ২০২১-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে বাঙলা