বাঘাইছড়ি পৌরসভা
বাঘাইছড়ি পৌরসভা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত একটি পৌরসভা।
বাঘাইছড়ি | |
---|---|
পৌরসভা | |
বাঘাইছড়ি পৌরসভা | |
বাংলাদেশে বাঘাইছড়ি পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৯′১৬″ উত্তর ৯২°১১′১৭″ পূর্ব / ২৩.১৫৪৪৪° উত্তর ৯২.১৮৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | বাঘাইছড়ি উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ২০০৪ |
সরকার | |
• পৌর মেয়র | মোহাম্মদ জাফর আলী খান (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২২.৮৭ বর্গকিমি (৮.৮৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬৪,২১১ |
• জনঘনত্ব | ২,৮০০/বর্গকিমি (৭,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫.৩৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫৯০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবাঘাইছড়ি পৌরসভার আয়তন ২২.৮৭ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী পৌরসভার জনসংখ্যা ১৫,৬৪৪জন। এর মধ্যে ১২,৪৩৬জন মুসলিম, ২,৪৪৫জন বৌদ্ধ, ৭৪৩জন হিন্দু। [২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাবাঘাইছড়ি উপজেলার দক্ষিণাংশে বাঘাইছড়ি পৌরসভার অবস্থান। রাঙ্গামাটি জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব ১৪৬ কিলোমিটার। এ পৌরসভার পূর্বে মারিশ্যা ইউনিয়ন ও বাঘাইছড়ি ইউনিয়ন, দক্ষিণে বাঘাইছড়ি ইউনিয়ন এবং পশ্চিমে ও উত্তরে রূপকারী ইউনিয়ন অবস্থিত।[১]
প্রতিষ্ঠাকাল
সম্পাদনা২০০৪ সালে বাঘাইছড়ি পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।উদ্ধৃতি ত্রুটি: <ref>
ট্যাগের ক্ষেত্রে </ref>
ট্যাগ যোগ করা হয়নি
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাবাঘাইছড়ি পৌরসভার সাক্ষরতার হার ৪৫.৩৭%।[৩] এ পৌরসভায় ১টি ডিগ্রী কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- কাচালং মেদিনীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- বটতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আয়নামতি আজিজ পাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঘাইছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঘাইছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মারিশ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবাঘাইছড়ি পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া রাঙ্গামাটি জেলা সদর থেকে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। লঞ্চ, স্পীডবোট, ইঞ্জিন চালিত বোট প্রধান যোগাযোগ মাধ্যম।
খাল ও নদী
সম্পাদনাবাঘাইছড়ি পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কাচালং নদী।[১]
হাট-বাজার
সম্পাদনাবাঘাইছড়ি পৌরসভার প্রধান হাট-বাজার হল কাচালং বাজার।[১]
জনপ্রতিনিধি
সম্পাদনাপৌর মেয়র | রাজনৈতিক দল |
---|---|
মোহাম্মদ জাফর আলী খান | বাংলাদেশ আওয়ামী লীগ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "এক নজরে পৌরসভা - বাঘাইছড়ি উপজেলা-"। www.baghaichari.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;banglapedia.org
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "কাচালং ডিগ্রি কলেজ"। www.baghaichari.rangamati.gov.bd। ৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৮।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয় - বাঘাইছড়ি উপজেলা-"। www.baghaichari.rangamati.gov.bd।
- ↑ "মাদ্রাসা - বাঘাইছড়ি উপজেলা-"। www.baghaichari.rangamati.gov.bd।
- ↑ "নিম্নমাধ্যমিক বিদ্যালয়"। www.baghaichari.rangamati.gov.bd।
- ↑ "প্রাথমিক বিদ্যালয় - বাঘাইছড়ি উপজেলা-"। www.baghaichari.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]