বাঘরান জেলা
আফগানিস্তানের জেলা
বাঘরান (পশতু: بغران) আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি অন্যতম জেলা। ২০০২ সালের আদমশুমারী অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৮২,০১৮ জন, যার মধ্যে পশতু সম্প্রদায়ের লোকজন ছিল ৯০% এবং হাজারা সম্প্রদায়ের ১০%। জেলাটির কেন্দ্রীয় শহর হচ্ছে বাঘরান গ্রাম; যেখানে প্রায় ৪৫০ টির মত গ্রাম রয়েছে।
বাঘরান د بغران ولسوالۍ | |
---|---|
জেলা | |
বাঘরান হেলমান্দ প্রদেশের উত্তরাংশের একটি জেলা | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | হেলমান্দ |
জনসংখ্যা | |
• আনুমানিক (২০০২) | ৮২,০১৮ |
বাগরান উপত্যকা থেকে আধিপত্য সৃষ্টি করে জেলাটি ঐতিহ্যগত আফগান পশতু উপজাতীয়দের ক্ষমতার ঐতিহ্যগতভাবে লক্ষ্য করা যায়, এছাড়া বাঘরানে রাশিয়ান দখলের সময় উল্লেখযোগ্যভাবে সামরিক সংঘর্ষও স্পষ্টভাবে প্রতীয়মান ছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- UNHCR District Profile ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে, dated 2002-12-31, accessed 2006-07-28 (PDF).
বহিঃসংযোগ
সম্পাদনা- বাঘরান জেলার মানচিত্র ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে (পিডিএফ)
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশ এর অঞ্চলভিত্তিক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |