বাগলানী জাদিদ জেলা

আফগানিস্তানের জেলা

বাগলানী জাদিদ (আয়তন: ১,৬১৩ কিঃমি²) উত্তর আফগানিস্তানের বাগলান প্রদেশের একটি জেলা। ২০০৪ সালের আদমশুমারী অনুযায়ী বাগলানী জাদিদ জনসংখ্যা ছিল প্রায় ১১৯,৬০৭ জন।

বাগলানী জাদিদ
بغلان جدید
জেলা
বাগলানী জাদিদ আফগানিস্তান-এ অবস্থিত
বাগলানী জাদিদ
বাগলানী জাদিদ
আফগানিস্তানে অবস্থান
স্থানাঙ্ক: ৩৬°১৯′৪৮″ উত্তর ৬৮°৩৭′১২″ পূর্ব / ৩৬.৩৩০০০° উত্তর ৬৮.৬২০০০° পূর্ব / 36.33000; 68.62000
দেশ আফগানিস্তান
প্রদেশবাগলান প্রদেশ
আয়তন
 • মোট১,৬১৩ বর্গকিমি (৬২৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০০৪)
 • মোট১,১৯,৬০৭

ভৌগোলিক অবস্থান

সম্পাদনা

জেলাটি প্রদেশের উত্তরের অংশে অবস্থান করছে। এটি উত্তরে কুন্দুজ প্রদেশ এবং পশ্চিমে সামানগান প্রদেশের সীমান্ত বরাবর অবস্থিত। অধিকাংশ লোকজন এখানকার কুন্দুজ নদীর উপত্যকাতে বসবাস করে থাকেন। এলাকাটির সংখ্যাগরিষ্ঠ অধিবাসী পাহাড়ী এলাকায় বসবাস করে থাকেন।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের মতে, ২০০৪ সালে জেলাটিতে জনসংখ্যা প্রায় ১১৯,৬০৭ জন লোক বসবাস করত।[] যেখানে জাতিগতভাবে, পশতুন জনসংখ্যার প্রায় ৫০% লোক বসবাস যা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এগিয়ে,[] এছাড়া ৪০% তাজিকদের বসতি রয়েছে এবং অবশিষ্ট ১০% উজবেক রয়েছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা