বাংলা ব্যান্ড দিবস

বাংলা ব্যান্ড দিবস প্রতি বছর ১৩ ডিসেম্বর বাংলা ব্যান্ড সঙ্গীত উদযাপনের উদ্দেশ্যে পালিত হয়। এটি বাংলা ব্যান্ড সঙ্গীতশিল্পীদের জন্য অন্যতম স্মরণীয় দিন।

বাংলা ব্যান্ড দিবস
ধরনবাংলা ব্যান্ড
তারিখসমূহ১৩ ডিসেম্বর
অবস্থান (সমূহ)কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
কার্যকাল২০১৪–বর্তমান
প্রতিষ্ঠাতাকৌশিক চক্রবর্তী, সত্যদেব বর্মন, রাজা মুখার্জী

পৃথিবী ব্যান্ডের সুরকার কৌশিক চক্রবর্তী এই দিনের প্রবর্তক। তিনি এই দিবস পালনের জন্য কলকাতার গল্ফ গ্রিন সংলগ্ন অঞ্চলে "হাওয়ায় মেলেছি পাখনা" নামক কনসার্ট করেছিলেন (২০১৪)।

ইতিহাস

সম্পাদনা

১৩ ডিসেম্বর ২০১৪ তারিখে, একটি বিখ্যাত বাংলা ব্যান্ড অভিলাষার কণ্ঠশিল্পী কুট্টি মজুমদারের স্মরণে 'হাওয়ায় মেলেছি পাখনা' নামে একটি ট্রিবিউট কনসার্টের আয়োজন করা হয়। তার ব্যান্ড সদস্য রাজা মুখার্জী এবং সত্যদেব বর্মণ এবং পৃথিবীর কৌশিক চক্রবর্তীর সাথে কনসার্টটি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দিনটিতে কলকাতা, ভারতের বিপুল সংখ্যক শীর্ষ বাংলা ব্যান্ড, কুট্টিকে শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছিল। কুট্টি মজুমদার ১ অক্টোবর ২০১৪ তারিখে মৃত্যুবরণ করেছেন।

সেইদিন, কৌশিক চক্রবর্তীর সাথে একত্রিত হয়েছিলেন অভিলাশার সদস্য রাজা মুখার্জী ও সত্যদেব বর্মণ এবং তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সিধু, পটা, গাবু, কৌশিক এবং সৌমিত্র রায়, অন্যদের মধ্যে, ২৬টি অভিলাষা ব্যান্ডের নিজস্ব গান পরিবেশন করেছিলেন এবং রূপম গৌতম চট্টোপাধ্যায়ের রচনা দরিয়া গানটি গাইতে মঞ্চে সকলের সাথে যোগ দিয়েছিলেন।

কৌশিক দিনটিকে 'বাংলা ব্যান্ড দিবস' হিসেবে চিহ্নিত করেছেন কারণ ১৩ তারিখের দিনটি ছিল বাংলা ব্যান্ডের জন্য একটি নবজাগরণ। অনেক বাংলা ব্যান্ড সঙ্গীতশিল্পীর একত্রিত হওয়াটা বেশ দীর্ঘ সময় ছিল। মিউজিশিয়ানরা শুধু তাদের ব্যক্তিগত ব্যান্ডেই সীমাবদ্ধ রাখেননি, সম্মিলিত হয়ে সেই রাতে পারফর্ম করেছেন।

বহিঃসংযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "December 13 marked at Bangla Band Day - The Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৫-১২-১৩ 
  2. Haway Melechi Pakhna - the Concert, সংগ্রহের তারিখ ২০১৫-১২-১৩