বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন

বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন[] মাওলানা আযীযুর রহমান কায়েদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি ইসলামি সংগঠন, এই সংগঠনের কাজ ছিলো ইসলামি ঐক্য প্রতিষ্ঠা করা।[] এই সংগঠন প্রতিষ্ঠার পিছনে কায়েদ সাহেবের একটি একটি চিন্তা-ধারণা প্রভাবিত করেছিলো, সেটি আল ইত্তিহাদ মায়াল ইখতিলাফ এর অর্থ বাংলায় অর্থ হচ্ছে মতনৈক্য সহ ঐক্য। তার এই মতবাদ সেই সময়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলো।[] এই স্লোগানের উপর ভিক্তি করে ১৯৯৭ সালের ৩ জানুয়ারি ঝালকাঠিতে সম্মেলনের মাধ্যমে এই সংগঠনের যাত্রা শুরু হয়।[] এই সংগঠনটি ৪২টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান নেছারাবাদ কমপ্লেক্স ঝালকাঠির একটি অঙ্গ সংগঠন। বর্তমানে এই সংগঠনের প্রধানের দায়িত্ব পালন করছেন নেছারাবাদ দরবার শরীফের পীর খলীলুর রহমান নেছারাবাদী।

বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন
সংগঠনের লোগো
প্রতিষ্ঠিত৩ জানুয়ারি ১৯৯৩; ৩১ বছর আগে (1993-01-03)
প্রতিষ্ঠাতাআযীযুর রহমান কায়েদ
প্রতিষ্ঠাস্থানঝালকাঠি
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
পরিষেবাইসলামি ঐক্য প্রতিষ্ঠা করা
পদ্ধতিসমূহমতনৈক্য সহ ঐক্য
দাপ্তরিক ভাষা
বাংলা
স্লোগান
পথ অনেক, আমরা ঐক্যের পথে
মূল ব্যক্তিত্ব
খলীলুর রহমান নেছারাবাদী
প্রধান অঙ্গ
নেছারাবাদ কমপ্লেক্স ঝালকাঠি

ইতিহাস

সম্পাদনা

আযীযুর রহমান কায়েদ ইসলামি ঐক্যের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। জমিয়াতুল মুছলিহীন সংগঠনের পূর্বেও তিনি ১৯৬৭ সালে আনজুমানে ইত্তিহাদুল মুসলিমিন নামে মুসলিম ঐক্যের সংস্থা প্রতিষ্ঠা করে। এই সংগঠন বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। এরপর তিনি ১৯৯০ সালে ইসলামি ও জনতার ঐক্যের জন্য সকল ধর্মের ও সকল মতের মানুষদের নিয়ে আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি এই সংগঠনের জন্য ১৯৯০ সালের ২১ জুলাই একটি সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনে মুসলিম জাতীর ঐক্য নিয়ে তিনি বলেন,[]

আমাদের সামাজিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু সমস্যার উদ্ভব হয়েছে। যা নাস্তিকতা চর্চার দ্বারা সর্বত্র প্রসারিত ও পরিব্যপ্ত হচ্ছে, এগুলো সকল ধর্মের অনুসারীদের বিপক্ষে কাজ করছে। জাতি-ধর্ম, বর্ণ-গোত্র নির্বিশেষে সকল নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজন। গোটা মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান নির্বিশেষে সকল ধর্মানুসারী দেশপ্রেমিক ভাইদের আমি সম্মিলিতভাবে নাস্তিকতা তথা ধর্মহীনতার বিরুদ্ধে কাজ করার আহবান জানাচ্ছি।
 

এরপরে ১৯৯৭ সালের ৩ জানুয়ারি ঝালকাঠিতে আযীযুর রহমান কায়েদ বাংলাদেশে সর্বপ্রথম সর্বদলীয় ইসলামি সম্মেলনের আহবান করেন, এই সম্মেলনে বাংলাদেশের প্রধান সকল মতের দল অংশগ্রহণ করেছিলো।[] এই সম্মেলন থেকেই এই সংগঠনটির জন্ম হয়। গবেষকগণ বলেছেন, মূলত এই ঐক্য সম্মেলন ছিল ১৯৫২ সাল ও ১৯৭০ সালের পূর্ব বাংলার স্বাধীনতাকামী মানুষের ঐক্যের ডাকের ধারাবাহিকতার একটি রূপ। এই সংগঠনটি ৪২টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান নেছারাবাদ কমপ্লেক্স ঝালকাঠির একটি অঙ্গ সংগঠন।


[]

কার্যক্রম

সম্পাদনা

এই সংগঠন ২০২০ সালে ফরাসি পণ্য বয়কট আন্দোলনে ঝালকাঠি জেলায় প্রতিবাদ মিছিল করে।[][] এছাড়াও এই সংগঠন বিভিন্ন সামাজিক কাজ, যেমনঃ বন্যা কবলিতদের সাহায্য, দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ, অসহায়দের সাহায্য প্রভৃতিতে অংশগ্রহণ করে থাকে।[] এই সংগঠনের সাথে মিলিতভাবে সাহায্যকারী সংগঠন রয়েছে। সেগুলো হল:

তিনি এলাকায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য, বিচার কার্য চালানো জন্য ও ইসলামী ঐক্য প্রতিষ্ঠার জন্য কিছু সামাজিক সংগঠন গড়ে তোলেন। যেমনঃ

  • হিজবুল্লাহ দারুল কাজী: এই সংগঠনের কাজ হলো সালিসি আদালত বা বিচার বিভাগ পরিচালনা করা। যারা কোন মীমাংসার ইসলামি পন্থা জানতে চায়, তাদের সাহায্য করে থাকে।
  • ছাত্র হিজবুল্লাহ: ছাত্রদের জন্য একটি সংগঠন, ইসলামি প্রাথমিক জ্ঞান চর্চা ও ইসলামের বাস্তবিক জ্ঞান তুলে ধরা হয়।
  • হিজবুল্লাহ শ্রমিক সমিতি: শ্রমিকদের অধিকার ও ঐক্যবদ্ধভাবে চলার একটি সংগঠন।
  • তোলাবায়ে হিজবুল্লাহ:
  • হিজবুল্লাহ দুর্নীতি উচ্ছেদ কমিটি: এটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো, বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধের সোচ্চার কমিটি, স্থানীয় দুর্নীতি মোকাবেলা করে।
  1. রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে এর কোন সম্পর্ক নেই। বরং এটি একটি অরাজনৈতিক, নিরস্ত্র ও সাধারণ সামাজিক সংগঠন, হিজবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দল, এই অর্থগত দিক থেকে শব্দটি গ্রহণ করা হয়েছে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মো. সালেহ, আবু জাফর (এপ্রিল ২০০৯)। কাজজয়ী কায়েদ। ঝালকাঠি: নেছারাবাদ হিযবুল্লাহ দারুত্তাছনীফ। পৃষ্ঠা ০৩। 
  2. ঝালকাঠি, মু আব্দুর রশীদ। "ইসলামের ক্রান্তিলগ্নে সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৮ 
  3. "আযীযুর রহমান নেছারাবাদীর মৃত্যুবার্ষিকী পালিত"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩ 
  4. মো. সালেহ, পৃ. 6।
  5. "ফ্রান্সে মহানবী (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র: জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ (ভিডিও)"RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৮ 
  6. "ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ | কালের কণ্ঠ"Kalerkantho। ২০২০-১০-২৯। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৮ 
  7. Rahman, Mahbubur (২০২২-০৬-১৮)। "যার যতটুকু ক্ষমতা আছে তা নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান : নেছারাবাদী হুজুর"Khola Barta24 (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৮