বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর
বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এটি একটি সরকারী বোর্ড যা বাংলাদেশের জলাভূমি এবং হাওর এর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের জন্য কাজ করে থাকে। এর সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ এ অবস্থিত।[১][২][৩]
গঠিত | ২০০০ |
---|---|
সদরদপ্তর | ফরিদপুর , বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | dbhwd |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশ সরকার ২২ ফেব্রুয়ারি ১৯৭৭ তারিখে হাওর উন্নয়ন বোর্ড গঠন করে একটি অধ্যাদেশ পাস করে। ১১ সেপ্টেম্বর ২০০০ সালে এটি রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরটি পুনর্গঠন করা হয়। [৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "About BHWDB"। Department of Bangladesh Haor and Wetland Development। ২২ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬।
- ↑ "PM for proper utilisation of wetlands"। দ্য ডেইলি স্টার। ৬ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬।
- ↑ "Sorry tale of haor people"। দ্য ডেইলি স্টার। ১৭ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬।
- ↑ "Haor-wetland board to be autonomous"। ঢাকা ট্রিবিউন। ২২ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬।